প্রকাশ সিন্হা, সমীরণ পাল, কলকাতা : নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোপাল দলপতিই (Gopal Dalapati) রহস্যজনক ভাবে উধাও ! তিহাড় জেলে (Tihar Jail) গিয়ে জেরার প্রস্তুতির মধ্যেই ধাক্কা খেল ইডি। ইডি (ED) সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা ! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত ?
তদন্ত কোন পথে ?
স্কুলে নিয়োগ দুর্নীতিতে কত কোটি টাকার খেলা ? খেলার রেফারি কে ? সেই রহস্য অনুসন্ধানে, কেন্দ্রীয় সংস্থার তদন্তে ইডি। এখন অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ৪টি চরিত্র। আপাতত এই চারমূর্তির বয়ান যাচাই করেই নিয়োগ দুর্নীতিতে টাকার অঙ্কের হদিশ পেতে চাইছে ইডি। কিন্তু সেখানেও সমস্যা ! তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উঠে আসছে যে গোপাল দলপতির নাম, তিনিই নাকি নিখোঁজ !
কোথায় গোপাল !
চিটফাণ্ড মামলায় (Chitfund Scam) ২০২১ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন গোপাল দলপতি। ইডি সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগে জামিনে তিহাড় জেল থেকে ছাড়া পান গোপাল। তারপর থেকে খোঁজ মিলছে না তাঁর।
নিয়োগ দুর্নীতির মামলায় আচমকা সামনে আসে গোপাল দলপতির নাম। এই নাম সামনে আনেন ইডির হাতে গ্রেফতার হওয়া যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ (TMC Leader Kuntal Ghosh)। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেও শোনা গিয়েছিল গোপাল দলপতির নাম। তিনি গোপাল দলপতিকে কোটি কোটি টাকা দিতেন ! আর সেই টাকা OSD মারফৎ পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ! ED সূত্রে দাবি, শুক্রবার জেরার মুখে এমনই দাবি করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষ।
ধোঁয়াশা যেখানে
কিন্তু গোপাল দলপতি সম্পর্কে কুন্তলের দাবি কি আদৌ সত্য়ি? নাকি জেলবন্দি গোপালের নাম ভাসিয়ে দেওয়াটা কোনও কৌশল ? কারও নাম আড়াল করতে কি গোপাল দলপতির নাম সামনে আনা হচ্ছে ? ইডি মনে করছে, একমাত্র গোপাল দলপতিকে জেরা করা গেলেই এই ধোঁয়াশা কাটবে। আর সেখানেই ধাক্কা! গোপালকে তিহাড় জেলে গিয়ে জেরার জন্য দিল্লির সাকেত কোর্টে আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছিল ইডি।
কিন্তু সূত্রের খবর, শুক্রবার ইডি-র কলকাতা দফতর থেকে গোপাল দলপতির খোঁজে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ে ফোন করা হয়। দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে ইডিকে জানানো হয়, প্রায় এক বছর আগে জামিনে তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকে গোপালের খোঁজ চালাচ্ছেন তাঁরাও। গোপাল দলপতি তাহলে গেলেন কোথায়?
আরও পড়ুন- সুখবর বইপ্রেমীদের, বইমেলা উপলক্ষে চলবে বাড়তি মেট্রো, রইল তালিকা