প্রকাশ সিনহা, কলকাতা: জেরায় সহযোগিতা করছেন অর্পিতা (Arpita Mukherjee)। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। কিন্তু মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দাবি ইডি-র (ED)। ইডি সূত্রে দাবি, স্কুলে নিয়োগ দুর্নীতির পিছনে রয়েছে অদৃশ্য হাত। সেই হাতের মাধ্যমেই টাকা নেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এখনও মুখ খোলেননি। ইডি সূত্রে খবর, পার্থ ও অর্পিতাকে আলাদা বসিয়ে জেরা করা হলেও, দু’জনের বয়ানে ফারাক ধরা পড়লে, আজই মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা।
গুরুত্বপূর্ণ নথি উদ্ধার: ইডি-র দাবি, পার্থ ও অর্পিতা, দু’জনের বাড়ি থেকেই যৌথ নামে বেশ কিছু নথি মিলেছে। এর কারণ জানতে চান ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, পার্থর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা বছর দশেক ধরে। এর মধ্যে আর্থিক লেনদেন, নামে-বেনামে সম্পত্তি, যৌথ সম্পত্তির হদিশ মিলেছে। ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৩টি ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় কিছু লেখা রয়েছে। সেগুলির অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।এছাড়া, উদ্ধার হয়েছে ৩৭টি ফাইল ফোল্ডার, সেখানে প্রায় ২৬০০ পাতার নথিতে কী রয়েছে, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে একজন ইডি অফিসারকে। খবর সূত্রের।
জেরায় সহযোগিতা করছেন অর্পিতা: নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, গয়না, বিদেশি মুদ্রা উদ্ধারের পর এবার ইডির নজরে কালো ডায়েরি। এই ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর, উদ্ধার হওয়া সেই ডায়েরিতে Department of Higher Education & School Education, Govt of West Bengal. ইডির দাবি, ডায়েরির ৪০টি পাতা অনেক কিছু লেখা রয়েছে। SSC দুর্নীতিতে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই কালো ডায়েরি। উদ্ধার হওয়া কালো ডায়েরি কি সরকারি? কেন কালো ডায়েরির ওপরে লেখা উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা দফতর? কালো ডায়েরি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এল কী করে? ইডির সিজার লিস্টে আরও দাবি করা হয়েছে, কালো ডায়েরি ছাড়া আরও একটি এক্সিকিউটিভ ডায়েরি এবং একটি পকেট ডায়েরি উদ্ধার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। এদিন অর্পিতাকে জেরা করে ইডি। একাধিক বিষয় জানতে চাওয়া হয়। আর জেরায় অর্পিতা সহযোগিতা করছেন বলে খবর ইডি সূত্রে।
আরও পড়ুন: Partha Chatterjee: SSKM এবং AIIMS-এর রিপোর্ট প্রায় এক! দাবি কলকাতার চিকিৎসকের