কলকাতা : 'পুলিশের ওপর ভরসা নেই, আইন মেনে প্রত্যেকে ঘরে অস্ত্র রাখুন', থানার কাছে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির। মন্তব্য বিধায়কের। নিজের সুরক্ষা নিজেকে রাখতে হবে, পুলিশ সুরক্ষা দেবে না বলেও আক্রমণ তাঁর। বিধায়ক পাগল হয়ে গেছেন, পাল্টা কটাক্ষ শাসকদলের। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁদের।
আরও পড়ুন, স্কুলে পড়ে মাত্র ১ শিক্ষকা, নেই অঙ্ক শেখানোর কেউ, শোচনীয় ছবি গোসাবার হাইস্কুলে !
একদিকে চাকরি ফিরে পাওয়ার লড়াই, আর অন্যদিকে পুলিশের লাঠি, লাথি মারার প্রতিবাদ। বুধবার রাত থেকে এসএসসি ভবনের কাছে খোলা আকাশের নীচে বসে রয়েছেন চাকরিহারারা। এবার অনশনও শুরু করলেন তাঁরা। OMR-এর মিরর ইমেজ সরকার প্রকাশ না করা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। রাজনৈতিক দলকে এই আন্দোলন থেকে দূরে রাখতে, অবস্থানস্থলে পোস্টারও লাগিয়ে ফেলেছেন তাঁরা।
চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, 'আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি।' শুধু চাকরি বাঁচানোর নয়, এই লড়াই মান বাঁচানোর,এই লড়াই প্রাণ বাঁচানোরও । আর এই জীবিকা বাঁচানোর লড়াইতে নেমে, এবার জীবন বাজি রাখতেও পিছপা হলেন না চাকরিহারারা। অনশন শুরু করলেন মালদার শলাইডাঙা হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পঙ্কজ রায়। অনশনকারী শিক্ষক পঙ্কজ রায় বলেন, যেই পথটা আমি বাছতে বাধ্য হলাম, সেটা হল অনশন। এই একমাত্র পথ। যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনও রাস্তা নেই।
বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল,সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। এসএসসি অফিসের কাছে লাগাতার অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে, আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি।' বুধবার রাতেই চাকরিহারাদের অবস্থানস্থলে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার সকালে ফের সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)