কলকাতা: আজ এসএসসি অভিযান কর্মসূচির দিনই চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। থাকবেন SSC চেয়ারম্যান। এদিকে ইতিমধ্যেই অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ। আর অনশনরত অবস্থায় বসেই বিস্ফোরক প্রশ্ন তুললেন এক চাকরিহারা শিক্ষাকর্মী।

আরও পড়ুন, স্কুলে পড়ে মাত্র ১ শিক্ষকা, নেই অঙ্ক শেখানোর কেউ, শোচনীয় ছবি গোসাবার হাইস্কুলে !

অনশনরত চাকরিহারা শিক্ষাকর্মী সুমন বিশ্বাস বলেছেন, আমাদের চাকরিটা বাঁচাতে হবে। এইটুকুই বক্তব্য। যোগ্যদের তালিকা প্রকাশ, মিরর ইমেজ প্রকাশ করে, আমাদের তালিকা বাঁচাতে হবে।আর আজকের যে মিটিয়ে কথা বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। তাঁরা কাদের সঙ্গে মিটিং করছেন ? যোগ্যদের সঙ্গে ? এই প্যানেলের যারা যোগ্য শিক্ষক -শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছে, তাঁদের কাছে প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কাদের সঙ্গে মিটিং করছেন? আমাদের চাকরি বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রী SSC এর চেয়ারম্যান কীভাবে বাঁচাবেন, আমরা জানি না। তাঁদের কাছে মিরর ইমেজ আছে, যোগ্যদের তালিকা দেবেন। তাহলে এতদিন কেন দেননি ? তাহলে অতিদ্রুত সেই তালিকা প্রস্তুত করে, আমাদের চাকরি বাঁচানো হোক। রায় রিভিউ করা হোক।' 

 সম্প্রতি নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারা বলেছিলেন, 'আপনি ও আপনার ভাইপো, যে চাকরিগুলি বিক্রি করেছেন, পার্থ এবং সুজয়কৃষ্ণের মাধ্যমে, তাঁদের বাঁচাতে ১৯ হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে হাতে ধরে কোতল করলেন আপনি। ক্ষমার অযোগ্য।' চাকরিহারারা চাইলে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন বলেই জানিয়েছিলেন বিরোধী দলনতা। প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি থাকব। আমার অনুগামী রয়েছে। আমি ১ লাখ লোক নিয়ে যাবো। পতাকা ছাড়া যাব।

এরপর চাকরিহারাদের সরাসরি প্রশ্ন করেছিলেন শুভেন্দু যে, 'এই যোগ্য বলে যে ৭ হাজার কার্ড দিল, সেটা ওরা জানল কীকরে ? তারমানে ১৯ হাজার অযোগ্য ? ক্ষোভপ্রকাশ করে গর্জে ওঠেন শুভেন্দু। আপনি (মুখ্যমন্ত্রী) প্রথমদিন বললেন ২৬ হাজারের শুনব। এই ৭ হাজার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কীকরে ?  অভিজিৎ বাবু যাদেরকে অযোগ্য বলেছেন সেই সংখ্যাটা তো ৬ হাজার। কিন্তু ভিতরে ঢুকিয়েছে ৭ হাজার। বাকিদেরকে অযোগ্য বলছে !? এবং আরও আপত্তিকর এটাই, কার্ডে লেখা যোগ্য। তারমানে যারা কার্ড পাননি, তাঁরা আজকে বাড়িতে ফিরে যাবে, যে আমরা অযোগ্য Declare by the State Government !'