সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন। জামিন পেলেন মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) স্ত্রী শতরূপা ভট্টাচার্য। 'কারও কাছ থেকে টাকা নিয়েছেন, প্রমাণ নেই ইডির কাছে', যে তথ্যের ভিত্তিতেই মিলল জামিন। জামিন মঞ্জুর করা হলেও শতরূপা ভট্টাচার্যকে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের কাছে জমা রাখার কথা বলা হয়েছে আদালতের তরফে। পাশাপাশি রাজ্যের বাইরে যেতে হলে বিশেষ আদালত থেকে অনুমতি নিতে হবে বলেই জানিয়েছে আদালত (Court)।
প্রসঙ্গত, মানিক-জায়ার জামিন মঞ্জুর করতে গিয়ে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কার্যত ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, শতরূপা ভট্টাচার্য কারও কাছ থেকে কোনও টাকা নিয়েছেন, এই সংক্রান্ত কোনও প্রমাণ ইডির কাছে নেই। তিনি পালিয়ে যেতে পারেন কিংবা নথি বিকৃত করতে পারেন, এই মর্মেও আশঙ্কা প্রকাশ করেনি ইডি।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তাঁর পর্যবেক্ষণে এও উল্লেখ করেন যে, ৭ জানুয়ারি, বিশেষ আদালতেই শতরূপা ভট্টাচার্যর জামিন পাওয়া উচিত ছিল। সোমবার জামিন মঞ্জুর করার আগে, এই মামলায় বিচারপতি, ইডির কাছে জানতে চান, শতরূপা ভট্টাচার্য কি কারও কাছ থেকে টাকা নিয়েছেন? কেউ কি এই মর্মে অভিযোগ জানিয়েছেন ? ইডির আইনজীবী উত্তর দেন, না।
বিচারপতি ফের প্রশ্ন করেন, তাহলে কি মানিক ভট্টাচার্যর কাছ থেকে তিনি টাকা পেয়েছেন ? ইডির আইনজীবী যুক্তি দেন, এখানেই এই মামলা অন্যদের চেয়ে আলাদা। অন্য সব অভিযুক্ত বলেছেন যে টাকা বা সম্পত্তি তাদের। তার সঙ্গে পরিবারের কারও যোগ নেই। শুধুমাত্র মানিক ভট্টাচার্যই বলেছেন যে শতরূপা ভট্টাচার্যর টাকা তাঁর নয়। তিনি কোথা থেকে টাকা পেয়েছেন, সেটাও জানেন না। ইডির আইনজীবী দাবি করেন, শতরূপা ভট্টাচার্য ও প্রয়াত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৯৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে।
টানা সওয়াল জবাব পর্বের শেষে নির্দেশনামায় বিচারপতি উল্লেখ করেন, এই মামলার বিচার করতে গিয়ে বেশ কয়েকটি জিনিস বিবেচনা করতে হয়েছে। যেমন এই মামলার সাজার মেয়াদ কত? সরাসরি কোন ব্যক্তির কাছ থেকে তিনি টাকা নিয়েছেন কি না? তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যর স্ত্রী, ইডির সমনের ভিত্তিতে হাজিরা দিয়েছেন কি না?
আরও পড়ুন- নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে, আদালতে বললেন পার্থ চট্টোপাধ্যায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন