প্রকাশ সিন্হা, কলকাতা : জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। SSC-র নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ ৬ জনকে, ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। অবৈধভাবে চাকরি পেয়েছেন, এরকম সবাইকে জেলবন্দি করতে চাই। আদালতে জানালেন CBI-এর আইনজীবী।
লক্ষ্মীপুজোতেও জেলে পার্থ
দুর্গাপুজোটা (Durga Puja 2022) জেলেই কেটেছে, লক্ষ্মী পুজোতেও সেখানেই থাকতে হচ্ছে, SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, এসএসসির প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা এবং দুই মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিং-কে। প্রত্যেককেই ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
জামিনে আর্জি নয়
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর আগে আদালতে বারবার জামিনের আর্জি জানালেও, বুধবার আর জামিনের আর্জি জানাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। বরং তাঁর আইনজীবী আবেদন জানান, যাতে জেলে আরও ভাল চিকিৎসা পরিষেবা ও খাবারের ব্যবস্থা করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত। SSC’র গ্রুপ C’তে নিয়োগ দুর্নীতি মামলায়, চার্জশিট পেশের পর, এদিনই প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়-সহ ৬জনকে আলিপুর আদালতে পেশ করেছিল CBI। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিৎকুমার বাগের কমিটির তরফে হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানানো হয়েছিল, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও, নিয়ম ভেঙে SSC-র মাধ্যমে গ্রুপ C-তে ৩৮১ জনকে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছিল।
দুর্নীতিতে যুক্ত সবাইকে জেলে চাই
এদিন আদালতে একই দাবি করা হয় CBI-এর তরফেও। তাদের আইনজীবী সওয়াল করেন, যাঁরা গ্রেফতার হয়েছেন, নিয়োগ দুর্নীতিতে তাঁদের প্রত্যেকের যোগসাজশ রয়েছে। তাছাড়া, ৩৮১ জনের মধ্যে এরকম অনেকেই আছেন, যাঁদের খুঁজে বের করতে হবে। CBI-এর আইনজীবী জানান, তাঁরা প্রত্যেককেই জেলবন্দি করতে চান। কারণ যাঁরা বাইরে আছেন, তাঁরা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, SSC-র পাঠানো লক্ষ লক্ষ সুপারিশপত্রে সই করতে হত। তাই সেখানে কল্যাণময়ের স্ট্যাম্প সই ব্যবহার করা হত। লক্ষ লক্ষ কাগজ দেখে সই করা সম্ভব ছিল না।
এর আগে CBI আদালতে জানিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়-সহ একদা সরকারি পদে থাকা ৬ জনের নাম চার্জশিটে রাখার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চাওয়া হলেও, তা এখনও দেওয়া হয়নি। এদিনও সওয়াল জবাববে সেই প্রসঙ্গে ওঠে। যার প্রেক্ষিতে, শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী আদালতে বলেন, CBI সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেও, তারা দাবি করছে তদন্ত শেষ হয়নি।তাহলে কীভাবে রাজ্য সরকার অনুমতি দেবে? পাশাপাশি জেলে অব্যবস্থারও অভিযোগ তোলেন তিনি।
সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে তোলা না হলেও, এদিন SSC’র প্রাক্তন চেয়ারম্যানের আইনজীবী বিচারকের কাছে আর্জি জানান, তাঁর মক্কেলকে যেন ডিভিশন ওয়ান প্রিজনারের স্টেটাস দেওয়া হয়। যদিও সেই আর্জি মঞ্জুর করেনি আদালত।
আরও পড়ুন-মর্মান্তিক, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান নিখোঁজ প্রায় ৩০ থেকে ৪০ জন