সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: এসএসসি (SSC) দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার সিবিআই (CBI) হেফাজত দেওয়া হয়েছে। ১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই হেফাজতে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা।  সিবিআই হেফাজতে এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহা।                                                             


আদালতের তরফে কী জানান হয়েছে?                   



  • ‘তদন্তে সহযোগিতা করছেন না শান্তিপ্রসাদ, অশোক’

  • এসএসসি-দুর্নীতিতে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে’

  • ‘ষড়যন্ত্রে জড়িত বহু প্রভাবশালী’


আদালতে সিবিআই দাবি করে, SSC সংক্রান্ত যাবতীয় তথ্য এই দু’জন গায়েব করেছেন। নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। তাতে আরও অনেক প্রভাবশালী জড়িত। অযোগ্য প্রার্থীদের সুপারিশ ও নিয়োগপত্র দিয়েছেন শান্তিপ্রসাদ-অশোক। সিবিআইয়ের দাবি, SSC-তে কতগুলি পদ খালি রয়েছে, তা ভুয়ো নামে তথ্যের অধিকার আইনে জেনে নিতেন ওই দুই প্রাক্তন কর্তা। সেই অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হত। আদালতে দাবি সিবিআইয়ের।         


আরও পড়ুন, "অসুস্থ লোককে জোর করে এভাবে নিয়ে যাওয়াটা ঠিক নয়", অনুব্রতর গ্রেফতারি নিয়ে মন্তব্য সৌগতর


হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল CBI’এর হাতে গ্রেফতার হওয়া, SSC’র ২ প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহার। শূন্য পদ দেখে নিয়োগ, প্যানেল প্রকাশের আগেই র‍্যাঙ্ক বদল! অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির ধারায় দায়ের হয়েছে FIR। কমিটির রিপোর্টে উল্লেখ ছিল, ২০১৯’এর পয়লা ফেব্রুয়ারি রীতিমতো SSC’র জরুরি বৈঠক ডেকে শান্তিপ্রসাদ সিনহাকে নিয়োগের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। মিটিংয়ের মিনিটসে লেখা হয়েছিল সৌমিত্র সরকার (SSC’র তৎকালীন চেয়ারম্যান) কয়েকদিন আগে কাজে যোগ দিয়েছেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে ব্যবস্থা নিতে বলা হচ্ছে, নিয়োগ ও সংস্থার কাজকর্ম তিনি দেখভাল করবেন।