কলকাতা: বাইশ গজ থেকে শুরু করে পর্দা.. তাঁর বলা কথা সবসময়েই জায়গা করে নেয় শিরোনামে। তবে ক্রিকেট বা সঞ্চালনার পাশাপাশি, বারে বারে রাজনীতির ময়দানে উঠে এসেছে তাঁর নাম। গুঞ্জন শোনা গিয়েছে, রাজনীতিতে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একাধিকবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁকে দেখা গেলেও, রাজনীতির সঙ্গে সরাসরি যোগাযোগ কখনোই প্রকাশ্যে আসেনি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের। তবে ফের, রাজনীতি নিয়ে বলা তাঁর কথাই উঠে এল চর্চায়... অন্যদিকে, তিনি বরাবরই সাহসী... জীবন বাঁচেন নিজের শর্তে। আর তাঁর জীবনের ইচ্ছার তালিকা... সেও অনেক লম্বা। তার মধ্যে থেকে একটি পূর্ণ করতেই এবার সমুদ্র ঝাঁপ দিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আজ বিনোদন দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি...
রাজনীতিবিদদের ডাকে যেতে আপত্তি নেই, মন্ত্রী হলে কোন দায়িত্ব নিতে চান সৌরভ?
বাইশ গজ থেকে শুরু করে পর্দা.. তাঁর বলা কথা সবসময়েই জায়গা করে নেয় শিরোনামে। তবে ক্রিকেট বা সঞ্চালনার পাশাপাশি, বারে বারে রাজনীতির ময়দানে উঠে এসেছে তাঁর নাম। গুঞ্জন শোনা গিয়েছে, রাজনীতিতে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একাধিকবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁকে দেখা গেলেও, রাজনীতির সঙ্গে সরাসরি যোগাযোগ কখনোই প্রকাশ্যে আসেনি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের। তবে ফের, রাজনীতি নিয়ে বলা তাঁর কথাই উঠে এল চর্চায়... ছোটপর্দায় ভীষণ জনপ্রিয় শো 'দাদাগিরি' (Dadagiri)। সেখানে নতুন ছবি 'পারিয়া'-র প্রচারে এসেছিলেন ছবির কলাকুশলীরা। হাজির হয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), জয়জিৎ বন্দোপাধ্যায় (Joyjeet Banerjee) ও অন্যান্যরা। আর সেখানেই, জয়জিৎ একটি অদ্ভুত প্রশ্ন করেন সৌরভকে। তিনি বলেন, 'ধরো তুমি মন্ত্রী হলে... তাহলে ক্রীড়া ছাড়া আর কোন দফতর নেবে?' জয়জিতের এই প্রশ্ন শুনে প্রথমেই সৌরভ হাসতে হাসতে বলেন, 'কখনও মন্ত্রী হব না।'। তারপরে, জয়জিৎতে প্রশ্ন উত্তরকে কার্যত এড়িয়ে গিয়ে বলেন, 'এটা আলাদা বলি?' এরপরে জয়জিৎ বলেন, 'তোমায় যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তোমায় ডাকল কিন্তু তোমার যাওয়ার ইচ্ছা নেই.. এড়াও কি করে?' সৌরভ স্পষ্ট বলেন, 'আমি পারলে যাই। রাজনৈতিক মঞ্চ না হলেই যাই। রাজনৈতিক ব্যক্তিত্ব ডাকলে সমস্যা কোথায়? আমি আর তুমি একই মঞ্চ শেয়ার করছি। কিন্তু এতে তুমি ক্রিকেটার হয়ে যাচ্ছো না বা আমিও অভিনেতা হয়ে যাচ্ছি না। রাজনীতির ক্ষেত্রেও তো তাই। কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে এক মঞ্চে দাঁড়ালে তিনি যেমন ক্রিকেটার হয়ে যাচ্ছেন না আমিও রাজনীতিতে চলে যাচ্ছি না। মানুষ রাজনীতির মঞ্চে গেলে মানুষ এত লাফালাফি করে কেন আমি এখনও বুঝি না।'
সাহসী সাংসদ...শখপূরণ করতে গিয়ে সমুদ্রের জলে ডুব মিমির
তিনি বরাবরই সাহসী... জীবন বাঁচেন নিজের শর্তে। আর তাঁর জীবনের ইচ্ছার তালিকা... সেও অনেক লম্বা। তার মধ্যে থেকে একটি পূর্ণ করতেই এবার সমুদ্র ঝাঁপ দিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি পোস্ট করে নিয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি। সেই ছবি কিছু তাঁর নিজের, কিছু আবার এক্কেবারে সমুদ্রের তলার। তবে সেই ছবি দেখে অভিনেত্রীকে চেনাই দায়। তাঁর পরণে স্কুবা ডাইভিংয়ের পোশাক। টেনে বাঁচা চুল। চোখে বিশেষ ধরণের চশমা। ছোট্ট নৌকা থেকে তিনি ঝাঁপ দিচ্ছেন সমুদ্রের জলে। তারপরেই মিমির ছবিতে ফুটে উঠেছে সমুদ্রের তলার সুন্দর সব দৃশ্য। সেই সঙ্গে, মিমি শেয়ার করে নিয়েছেন স্কুবা ডাইভিংয়ের শংসাপত্রের ছবি। ঝিনুক দিয়ে সাজিয়ে সেই শংসাপত্রের ছবিও তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মিমির এই ছবি, ভিডিও সবই বেশ প্রশংসা পেয়েছে। তবে কোথায় সফরে গিয়েছেন মিমি, তা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। বিভিন্ন কাজের ফাঁকে মিমি যে ছুটি কাটাচ্ছেন তা স্পষ্ট। ক্যাপশানে মিমি লিখেছেন, 'যে যা বলেন বিশ্বাস করবেন না.. নিজে যেটা ইচ্ছা করে সেটাই করুন। বাকেট লিস্ট।'
আরও পড়ুন: Urfi Javed on Poonam: 'আমি কিন্তু মরিনি'.... পুনম প্রসঙ্গ তুলে কটাক্ষের সুরে উরফি লিখলেন...