কলকাতা: ফের মদন মিত্রর (Madan Mitra) নিশানায় এসএসকেএম (SSKM) কর্তৃপক্ষ, এবার ইস্যু 'চাঁদা তুলে' গণেশ পুজো (Ganesh Puja)। ফের মদনের নিশানায় এসএসকেএম কর্তৃপক্ষ। কামারহাটির বিধায়ক বলেন, 'এসএসকেএমে গণেশ পুজোর জন্য সরকারি লোগো ব্যবহার করে চাঁদা তোলা হচ্ছে। এসব নিশ্চয় এসএসকেএমের অধিকর্তার অনুমতি নিয়েই হচ্ছে'। 
 
এদিকে, মদনের বিরুদ্ধে উল্টো সুর ডাক্তারি পড়ুয়াদের। জোর করে কারও কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি, দাবি ডাক্তারির পড়ুয়াদের। স্যারদের সঙ্গে যৌথ উদ্যোগে নিজেরা টাকা দিয়ে পুজো করেছি, দাবি পড়ুয়াদের। 


অন্যদিকে, গণেশ পুজো ঘিরে সরগরম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গন। গতবারের মতো এবছরও পুজোর আয়োজন করা হয়েছে ক্লাবের তরফে। গণেশ পুজোয় অন্য মেজাজে ধরা দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। 


প্রত্যেক বছরই দুর্গাপুজোয় থিমের অভিনবত্বে নজর কাড়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমির মণ্ডপ ও প্রতিমা দেখতে ঢল নামে লক্ষ লক্ষ দর্শনার্থীর। 


এবারেও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য নতুন কোনও চমক থাকছে শ্রীভূমি স্পোটিং ক্লাবের তরফে।তবে তার আগে ক্লাবের তরফ থেকে আয়োজন করা হল গণেশ পুজোর।                                                          


এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো। ক্লাব প্রাঙ্গনেই আয়োজন করা হয়েছে গণেশ বন্দনার। আর শ্রীভূমির পুজো বলতেই যার নাম সবার প্রথমে আসে, তাঁকে এদিন দেখা গেল অন্য মেজাজে। 


অঞ্জলি থেকে আরতি। সবেতেই অংশ নিলেন মন্ত্রী সুজিত বসু। রাজনৈতিক জীবনে রোজকার ব্যস্ততার ফাঁকে অনেকটা সময় কাটিয়ে গেলেন এই মণ্ডপেই। 


পর্ণশ্রী কাফে ফ্রেন্ডসের গণেশ পুজো এবার ১১ তম বছরে পদার্পন করল। ১০ বছর আগে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। পুজো উপলক্ষে ক্লাবের তরফ থেকে এলাকায় বিতরণ করা হবে ১০ হাজার লাড্ডু। ২ দিন ধরে চলবে নানান অনুষ্ঠান। 



এলাকায় একটি চায়ের দোকান থেকে শুরু হয়েছিল এই ক্লাবের পথচলা। তাই গণেশ বন্দনায় প্রতিবারের মতো এবারও সামিল হয়েছেন এই দোকানে চা খেতে আসা স্থানীয় বাসিন্দারা।