কলকাতা: ধূলিসাৎ হতে চলেছে আরও এক কিংবদন্তী বলিউড অভিনেতার বাসস্থান। বলিউড সূত্রের খবর অনুযায়ী প্রয়াত অভিনেতা দেব আনন্দের (Dev Anand) জুহুর বাংলো বিক্রি হতে চলেছে। একটি রিয়েল এস্টেট কোম্পানি ৪০০ কোটি টাকায় কিনে নিচ্ছে এই সম্পত্তি। জানা যাচ্ছে, এই জায়গায় তৈরি হবে ২২ তলা টাওয়ার। ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে চুক্তি সংক্রান্ত কাজ। (Dev Anand Juhu House) 


 প্রসঙ্গত, এই বাংলোর আশেপাশে একসময় মাধুরী দীক্ষিত নেনে, ডিম্পল কাপাডিয়ার মত অভিনেতা থাকতেন বলে জানা যায়। জুহুর বাংলোয় ৪০ বছর বাস করেছিলেন। ১৯৫০ সালে এই বাংলোটি তৈরি করেছিলেন অভিনেতা। তবে এখন বাড়িটি দেখাশোনা করার কেই নেই। কারণ অভিনেতার ছেলে সুনীল  মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, মেয়ে দেবিনা মা কল্পনা কার্তিকের সঙ্গে উটিতে থাকেন। ফলে এই বাংলোটি বিক্রি করাই তাঁরা শ্রেয় বলে মনে করেছেন।


আরও পড়ুন...


১২ দিন পার, দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছুঁতে চলল শাহরুখের 'জওয়ান'


উল্লেখ্য়, নিজের ক্যারিশ্মায় দর্শকদের মোহিত করেছিলেন দেব আনন্দ। রূপোলি পর্দায় সাফল্যের আগে তিনি মুম্বইয়ের সেন্সর বোর্ডে ক্লার্ক হিসেবে কাজ করছেন। এই সরকারি চাকরিতে তাঁর মাইনে ছিল ১৬৫ টাকা। দেব আনন্দ সম্পর্কে জিনাত আমন লিখেছিলেন, 'যখন কেউ বলিউডে পা রাখেন, তখন অপেক্ষায় থাকে একজন স্টারমেকারের। যে খুঁজে নেবে একজন শিল্পীর ভিতরের লুকিয়ে থাকা তারককে। অনেকে সেই মানুষটাকে খুঁজে পান, অনেকের আবার খুঁজতে খুঁজতে পেরিয়ে যায় গোটা কেরিয়ার। অনেকে অবশ্য কেবলমাত্র নিজের মেধায় ভর করেই জায়গা করে নিতে পেরেছেন। আমার বলিউড সফরেরও শুরু হয়েছিল এমন একজন স্টারমেকারের হাত ধরে। তিনি দেব সাব (দেব আনন্দ)।'


অন্য়দিকে, কিছুদিন আগেই জানা গিয়েছিল, অভিনেতা দিলীপ কুমারের পালি হিলের বাংলো ভেঙে ফেলা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, এই জায়গায় তৈরি হবে একটি বিলাসবহুল আবাসন। পাশাপাশি, এই অ্য়াপার্টমেন্টের নিচেই নাকি তৈরি হবে একটি বিশেষ জাদুঘর। যেখানে দিলীপ কুমার কর্মজীবনের নির্দশন থাকবে। দিলীপ কুমারের ওই বিলাসবহুল আবাসনটি ১১ তলা হবে বলে জানা যাচ্ছিল। ও এই প্রকল্পের মোট নির্মাণ ১.৭৫ লাখ বর্গফুট এলাকা জুড়ে হবে বলেও জানা গেছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial