সন্দীপ সরকার, কলকাতা : একদিকে কালীঘাটের কাকুর স্বাস্থ্য ঘিরে চরম চাতানউতোর, আর অন্যদিকে বেড না পেয়ে মৃত্যু রোগিণীর। এসএসকেএম-এর (SSKM Hospital) কার্ডিওলজি বিভাগে বেড না পেয়ে রোগিণীর মৃত্যুর অভিযোগ। মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতালের বিভাগের বাইরে পড়ে থেকে মৃত্যু হাওড়া থেকে আসা রোগিণীর। মৃতার নাম আকলিমা বিবি, মৃতার বয়স ৬৫। 


পরিবার সূত্রে খবর, গতকাল রাতে ৮.৩০ টার সময় শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে আসেন আখলিমা। হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের এক হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল আখলিমাকে। এসএসকেএমের জরুরি বিভাগ থেকে তাঁকে পাঠানো হয় কার্ডিওলজি বিভাগে। অভিযোগ, কার্ডিওলজি বিভাগ ভর্তির কথা লিখে দিলেও, মেলেনি বেড। মধ্যরাতে রোগিণীকে রেফার করা হয় ন্যাশনাল মেডিক্যালে, দাবি পরিবারের। ন্যাশন্যাল মেডিক্যালেও মেলেনি বেড, ভোররাতে অসুস্থ আকলিমাকে নিয়ে আসা হয় এসএসকেএমে, দাবি পরিবারের।


যার পরে এসএসকেএমের জরুরি বিভাগ আউটডোরে দেখাতে পরামর্শ দেয়, দাবি পরিবারের। আউটডোরে বলা হয় ভর্তির দরকার নেই, দাবি মৃতার পরিবারের। আউটডোর থেকে বাইরে বেরনোর পরেই রোগিণীর মৃত্যু হয়। বারবার ফোন করা হলেও ফোন ধরেননি হাসপাতাল কর্তৃপক্ষ।


অন্যদিকে, ভয়েস টেস্টের আগেই ফের 'অসুস্থ', শিশুদের জন্য সংরক্ষিত বেডে 'কালীঘাটের কাকু'। 'কারা দেখা করতে আসছেন? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?' পাশাপাশি সুজয়কৃষ্ণের উপর নজরদারিতে আইসিসিইউ-র দরজায় সিআইএসএফ। নজর রাখতে ২ জন সিআইএসএফ জওয়ানকে মোতায়েন করল ইডি। 'পরীক্ষার জন্য রক্তের নমুনা পাঠানো হয়েছে, করা হবে সিটি অ্যাঞ্জিওগ্রাম', সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল: এসএসকেএম সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে হেফাজতে থাকা কালীঘাটের কাকুকে নিয়ে যখন চাপানউতোর, তখন বেড না পেয়ে বিনা চিকিৎসায় রোগিণী মৃত্যুর অভিযোগে উত্তেজনা এসএসকেএমে।                                                                                                                      


 


আরও পড়ুন- চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে কুণালকে দেখেই 'চোর চোর' স্লোগান, 'প্রায়শ্চিত্ত'-র বার্তা তৃণমূল নেতার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।