সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : সামনেই লোকসভা ভোট। কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল স্তরে সংগঠন পোক্ত করতে সকলে মাঠে নেমে পড়েছে। সেই সঙ্গে স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা কে প্রার্থী হবেন। গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে এই রাজ্যে বিজেপি পাঁচ জন মহিলা প্রার্থী লড়েছিলেন। তারমধ্যে জিতেছিলেন হুগলিতে লকেট চট্টোপাধ্যায় আর রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী। মন্ত্রীও হয়েছিলেন দেবশ্রী। কিন্তু পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই দুই মহিলা সাংসদের বিরুদ্ধেই এলাকায় তৈরি হয়েছে অসন্তোষ ।
দেবশ্রী চৌধুরীর পর এবার হুগলির (Hooghly) বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, "কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্য়ায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।" এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, "দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।" শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গেছে এমন পোস্টার।
গত পয়লা ফেব্রুয়ারি কার্যত একই ধরনের দাবি উঠেছিল রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে। "পরিযায়ী এমপি প্রার্থী আর নয়। ভূমিপুত্রদের প্রার্থী করতে হবে।" এই দাবি তুলে নাগরিক মঞ্চের ব্য়ানারে রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত দণ্ডিযাত্রাও হয়েছিল। ওই ঘটনার এক সপ্তাহের মধ্যে এবার পোস্টার পড়ল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রার্থী নিয়ে মতামত জানানোর জন্য দলে অনেক ব্যবস্থা আছে।
দরকারে নমো অ্যাপ ডাউনলোড করে মতামত দিন। কিন্তু পোস্টার দিয়ে লাভ হবে না। পোস্টারকাণ্ডে প্রতিক্রিয়া বিজেপির।
এর আগেও এলাকায় লকেটকে ঘিরে 'গো ব্যাক ' স্লোগান উঠেছিল। সপ্তাহ দুয়েক আগে হুগলির ধনেখালিতে (Dhaniakhali) লকেট চট্টোপাধ্যায়কে ) উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়। সেবার অবশ্য বিজেপি (BJP )সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল তৃণমূল। তাতে লকেটের প্রতিক্রিয়া ছিল, 'তৃণমূলের প্রত্যেকটা লোক আগে নিজেরা আয়নার দিকে তাকাক, নিজেদের নেতা-মন্ত্রী সবাই জেলে রয়েছে'। কিন্তু এবার তার বিরুদ্ধে স্লোগান উঠল দলের অন্দরেই।
আরও পড়ুন :