সৌমিত্র রায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ২০১৬-১৭'র পর থেকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দেওয়া ২৬৭ কোটি টাকা খরচই করতে পারেনি রাজ্য সরকার। বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগও করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।  


একদিকে মোদি সরকারের বিরুদ্ধে প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগে সরব রাজ্য সরকার। অন্যদিকে, প্রদেয় টাকার যথাযথ হিসেব না দেওয়ার অভিযোগ তুলে পাল্টা সরব কেন্দ্র। যা ঘিরে দু-পক্ষের কার্যত সংঘাত শুরু হয়েছে! এই আবহে শনিবার কেন্দ্রের পাঠানো টাকা খরচ করতে না পারার অভিযোগ তুলে সরব হলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি!
 
কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী  স্মৃতি ইরানির কথায়, আমি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। একটা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বাংলা সরকার ২০১৭-১৮-র পর থেকে আমার দফতরের দেওয়া ২৬৭.৫ কোটি টাকা ফেলে রেখেছে। এই টাকা খরচ করতে পারেনি।


৫ বছর পর, এবার সাধারণ বাজেটে চাকরিজীবীদের বড় স্বস্তি দিয়ে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে, কেন্দ্রীয় বাজেটের সুফল নিয়ে দেশ জুড়ে প্রচারে নেমেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে কলকাতায় এসে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করতে না পারার অভিযোগ তুললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী। পাল্টা উত্তর দিতে দেরি করেনি তৃণমূল। 


এখানেই শেষ নয়। পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় এসে, রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলেরও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, প্রসূতিদের নগদ ও বিভিন্ন সুবিধা দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার নাম বদলে বাংলা মাতৃ প্রকল্প করে দেওয়া হয়।


স্মৃতি ইরানি আরও বলেন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, সেটাকে বাংলা মাতৃ প্রকল্প বলে চালাচ্ছিল। কেন্দ্র বলায়, চিঠি দিয়ে ঠিক করে নেওয়ার কথা বলেছে। এই যে তৃণমূল মুখে অনেক কথা বলছে। মুখে কথার থেকে কাগজে কলমে যে কথা হয়েছে সেটার দাম অনেক বেশি।
 
প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, এমনকি মিড ডে মিল নিয়ে ওঠা নানা অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে ঘুরছে একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল। এরইমাঝে কলকাতায় এসে কেন্দ্রীয় প্রকল্পের নামবদল, প্রকল্পের টাকা খরচ করতে না পারা-সহ একাধিক অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী।