সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: গত পুরভোটে (Municipality Election) যে সব প্রার্থী খরচের হিসেব জমা দেননি, এবার পুরভোটে (Municipality Election) তাঁরা প্রার্থী (Tmc Candidate) হতে পারবেন না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি। তাদের অভিযোগ, কমিশনের তালিকায় নাম রয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থীর।
পুরভোট ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি আর তা নিয়ে নতুন বিতর্ক! কমিশনের (State Election Commission) ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়াল মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। রাজ্য নির্বাচন কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত পুরভোটে যে সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অথচ খরচের হিসেব জমা দেননি, এবার পুরভোটে তাঁরা প্রার্থী হতে পারবেন না। প্রথমে ২৪ জানুয়ারি, তারপর গত মঙ্গলবার-দুদফায় রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। খরচের হিসেব না দেওয়ায়, যাঁদের এবার পুরভোটে প্রার্থী করা যাবে না, তাঁদের নামের তালিকাও প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন।
আর এতেই তীব্র আপত্তি জানিয়েছে গেরুয়া শিবির। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের কালো তালিকায় এবারের পুরভোটে তাঁদের একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম রয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
আরও পড়ুন: North 24 Parganas : মেলেনি ভোটে লড়ার টিকিট, গারুলিয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ
মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি সমিতকুমার মণ্ডলের কথায়, রাজ্য নির্বাচন কমিশনের আগে শোকজ করা উচিত ছিল। তা না করে এভাবে ডিসকোয়ালিফাই করে দেওয়া ঠিক নয়। এর মধ্যে রাজনীতি রয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করারও হুঁশিয়ারি দিয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি।