বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: 'চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান (Akhil Giri On Sheikh Shahjahan)', সন্দেশখালি-কাণ্ডের ২০ দিন পেরোনোর পর 'বিস্ফোরক' দাবি কারামন্ত্রী অখিল গিরির। আরও বললেন, 'কোথায় রয়েছেন তা খুঁজছে পুলিশ। তবে রাজ্যের মধ্যে থাকলে অবশ্যই পেত।' সন্দেশখালির 'বেতাজ বাদশা'-র খোঁজে যখন এখনও সাফল্যের মুখ দেখেনি পুলিশ, তখন রাজ্যের কারামন্ত্রীর এমন মন্তব্যে হইচই পড়ে গিয়েছে। সঙ্গে প্রশ্ন, তবে কি বাংলাদেশ বা মায়ানমার নয়, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন সন্দেশখালির 'বাঘ'? 


কী বললেন?
মন্ত্রীর দাবি, 'শেখ শাহজাহান অসুস্থ। চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েছেন।' এর পরেই শুরু হয় বিতর্ক। যে তৃণমূল নেতার হদিশ পুলিশ জানে না, তাঁর সম্পর্কে তথ্য রয়েছে স্বয়ং রাজ্যের কারামন্ত্রীর কাছে। তাও কেন তাঁকে গ্রেফতার করা গেল না ? আগামী ২৯ জানুয়ারি  শেখ শাহজাহানকে তলব করেছে ইডি। সেই প্রসঙ্গেও ফেরার 'বাদশা'কে মন্ত্রীর পরামর্শ, 'অসুবিধে থাকলে সময় চেয়ে নিক।' তা হলে শেখ শাহজাহানের বর্তমান সাকিনঠিকানা সম্পর্কে নিশ্চিত তথ্য় রয়েছে কারামন্ত্রীর কাছে? এদিন যে ভাবে অখিল গিরি নিখোঁজ তৃণমূল নেতার স্বাস্থ্য সম্পর্কে মন্তব্য করেছেন, তাতে এই জল্পনা আরও বেড়েছে। 
তাঁর অসুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হলে কারামন্ত্রী বলেন, 'নিশ্চয় উনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য় বাইরে গেছেন।' কিন্তু কোথায় গিয়ে থাকতে পারেন শেখ শাহাজাহান? জবাবে কারামন্ত্রী বলেন, ' সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য়ে নেই। বাইরে কোথাও গেছে। চিকিৎসার জন্য়। পশ্চিমবঙ্গের মধ্য়ে থাকলে পুলিশ নিশ্চয়ই ধরত।' এর পরই তাঁর কাছে শেখ শাহজাহানের আত্মসমর্পণের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কেস কী আছে, আত্মসমর্পণ করবে কি করবে না, সেটা তাঁর নিজের ব্য়াপার। আমি তো সব ব্য়াপারটা জানি না। ...আমার মনে হয়েছে সে বাইরে কোথাও চিকিৎসার জন্য় গেছে।' রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই নতুন করে বিতর্ক তৈরি হয়। 


প্রতিক্রিয়া...
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য যেমন বলেন, 'আমার মতে অখিল গিরি অনেস্ট লোক। সহজ সরল। যা হয় সত্য়ি সেটাই বলে দেন। শেখ শাহজাহান যে তৃণমূলের কন্ট্রোলে আছে, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল।' সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আবার বক্তব্য, 'আমরা প্রথম দিন থেকে বলছি, শুধু শেখ শাহজাহান নয়, এরকম যত দুর্নীতিগ্রস্ত, যত সমাজবিরোধী আছে তারা পশ্চিমবঙ্গে তৃণমূলের পাহাড়ায় আছে। তৃণমূলের আশ্রয়ে আছে। অখিল গিরি কী করে বলতে পারল? তার মানে সেটা জানে। যেটা অখিল গিরি জানে, সেটা ED-CBI জানে না? তামাসা করে গেছে সন্দেশখালিতে। এখানেই হচ্ছে যোগ-সাজশ! বিজেপি তৃ ণমূলের যোগসাজশ বলো, আর কেন্দ্র এজেন্সি আর রাজ্য় এজেন্সি বলো, খামোকা অফিসাররা মার খাচ্ছে। আদতে এখানে চোরে চোরে মাসতুতো ভাই হচ্ছে।' গত কাল, শেখ শাহজাহানের বাড়িতে ফের একবার তল্লাশি-অভিযানে যায় ED। কিন্তু সূত্রের দাবি, ৬ ঘণ্টার তল্লাশিতে বাড়ি থেকে উল্লেখযোগ্য় কিছুই উদ্ধার হয়নি। এই প্রেক্ষাপটে, আগামী সোমবার শেখ শাহজাহানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নিয়েও 'পরামর্শ' শোনা যায় কারামন্ত্রীর মুখে। সব মিলিয়ে তুঙ্গে বিতর্ক।



আরও পড়ুন:ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী