সৌভিক মজুমদার, কলকাতা : দিন সাতেক আগে, বিদেশে বসে হঠাৎ করে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যপালকে। শুক্রবার দেশে ফিরে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবার বিস্ফোরক সদ্য প্রাক্তন পাবলিক প্রসিকিউটর শাশ্বতগোপাল মুখোপাধ্যায়। অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার আগেই, হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শাশ্বতগোপাল মুখোপাধ্যায় (State Public Prosecutor Saswata Gopal Mukherjee)।
কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন? প্রাক্তন সরকারি আইনজীবীর দাবি, শাসক-ঘনিষ্ঠ আইনজীবী সংগঠনের একাংশ তাঁর কাজে হস্তক্ষেপ করেছিল। সরকারি প্যানেলে দক্ষ আইনজীবী চেয়েও পাননি।
তাঁর অভিযোগ, 'হাইকোর্টে শাসকদলের সংগঠন কাজে হস্তক্ষেপ করছিল। যাঁদের হাইকোর্টে প্র্যাকটিসের অভিজ্ঞতা নেই, তাঁরাও কাজে হস্তক্ষেপ করছিলেন।' তিনি আরও বলেন, 'আমি আমার সাধ্যমতো রাজ্য সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করেছি। আমি মনে করেছিলাম, যোগ্য আইনজীবী প্যানেলে না থাকলে সাফল্য আসবে না। কিছু কিছু ক্ষেত্রে যোগ্য আইনজীবীর অভাব হচ্ছিল। যাঁদের পদোন্নতির প্রয়োজন বলে মনে করেছিলাম, তাঁদের আটকে দেওয়া হচ্ছিল। চেয়েছিলাম ভাল কেউ আসুক, যাতে ঠিক ভাবে রাজ্যের প্রতিনিধিত্ব করা যায়। স্বতন্ত্র ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শাসক-ঘনিষ্ঠ আইনজীবীরা কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করছিলেন। চেয়েছিলাম প্যানেলে আরও দক্ষ আইনজীবী আসুক, কিন্তু সেটা পাইনি। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় কলকাতা পুলিশকে যথাসাধ্য ডিফেন্ড করেছিলাম। আমার সময়ে কোনও বড় ক্রিমিনাল মামলায় রাজ্যের সে ভাবে হার হয়নি' মন্তব্য করেন রাজ্য সরকারের সদ্যপ্রাক্তন পিপি শাশ্বতগোপাল মুখোপাধ্যায়।
বিস্ফোরক মন্তব্য করেছিলেন সদ্য পদত্যাগী AG-ও
এর আগে সদ্য পদত্যাগী এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেছিলেন, 'এজির পোস্টে থেকে আমি যা কাজ করেছি, প্রচন্ড ইনটেনসিটি দিয়ে। রাজ্য সরকারের ভালর পক্ষে। কিন্তু যদি কোরাপশনের অ্যালিগেশন থাকে, তাহলে তার তদন্ত দরকার। এটা ভেবেই মামলা করেছি। স্টেটের জন্য আমি প্রাণপণ সবসময় চেষ্টা করেছি। কিন্তু তারপর যখন দেখি স্টেটের তরফে সেটার কোনও অ্যাপ্রিশিয়েশন হচ্ছে না, তখন আর এজির পোস্টটা নিয়ে বসে থাকার কোনও মানে হয় না। '
ইস্তফা দেওয়ার পর রাজ্য সরকারের তরফে যোগাযোগ করা হয়েছে? উত্তরে তিনি বলেন, ইস্তফা দেওয়ার পর তাঁর সঙ্গে রাজ্য সরকারের তরফে আর কোনও যোগাযোগ করা হয়নি।
- আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
- https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y