আশাবুল হোসেন, কলকাতা: ডিভিসি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসুর। অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার প্রতিবাদে পদত্যাগ রাজ্যের প্রতিনিধির। 'বেনজির ভাবে জল ছাড়ার কারণে প্লাবিত রাজ্যের বিস্তীর্ণ এলাকা', প্রতিবাদ জানিয়ে ডিভিসি-র চেয়ারম্যানকে পদত্যাগপত্র রাজ্যের প্রতিনিধির। মুখ্যমন্ত্রী ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারির পরই পদত্যাগ রাজ্যের প্রতিনিধির।


গত কয়েকদিন আগেই DVC-র বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'DVC-র সাথে সব সম্পর্ক আমি তো ছিন্ন করবই। কারণ অনেক হয়েছে। অনেক হয়েছে।' এরপর প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে তিনি লিখেছিলেন, 'একতরফাভাবে এটা চলছে। যার জন্য আমার রাজ্যের মানুষকে কষ্ট পেতে হচ্ছে, DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ছাড়া আমার কাছে আর কোনও উপায় থাকবে না। বছরের পর বছর ধরে, আমাদের জনগণের সঙ্গে এভাবে অন্যায় হতে দিতে পারি না। নজিরবিহীন, অপরিকল্পিত এবং একতরফাভাবে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে। DVC পরিচালিত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ৫ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে বিপর্যস্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ার মানুষ।'


এরপর তার উত্তর দিয়েছিলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল। তারপর ফের ডিভিসি-র জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের ৪ পাতার চিঠি দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে নস্যাৎ করে মোদিকে চিঠি দিয়েছেন মমতা। তাঁর তোপ, 'রাজ্যের সম্মতি নিয়েই ডিভিসি-র জল ছাড়ে, এই দাবি মানতে পারছি না। সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফা ভাবে নেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। কোনও কোনও সময় জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানানোও হয় না।'


রাজ্যের সেচ ও জলপথ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ারও কমিটি থেকে পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী যে দ্বিতীয় চিঠিটি প্রধানমন্ত্রীকে লিখেছিলেন সেখানেও তিনি জানিয়েছেন যে প্রতিবাদস্বরূপ তিনি রাজ্যের প্রতিনিধি সরিয়ে নেবেন। সেইভাবেই পরপর ২ পদত্যাগ দেখা গেল।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'! আত্মহত্যার চেষ্টা টলিউডের হেয়ার স্টাইলিস্টের, 'লড়াই' করার বার্তা সুদীপ্তার