কলকাতা: এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের প্রাণ যাওয়ার পর ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। এবার এই ঘটনায় সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor On Egra Incident)। তীব্র নিন্দা করলেন তিনি। 'যা হয়েছে, তা বাংলার সংস্কৃতি' বলে তীব্র কটাক্ষ। কড়া পদক্ষেপ করা উচিত মন্তব্য রাজ্যপালের। 


উৎসবের আনন্দ অনেকটা বাড়িয়ে দেয় রঙিন বাজি। সেই বাজির আগুনই এই মানুষগুলোর জীবনে ডেকে এনেছে মৃত্যুর অন্ধকার। একদিকে, স্বজন হারানোর ব্যথায় ডুকরে ওঠা কান্না। অবিরাম বিলাপ। আর তার সঙ্গে ক্ষোভের আগুন জ্বলছে পূর্ব মেদিনীপুরের বাংলা-ওড়িশা সীমানার ছোট্ট এই গ্রাম। বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যুমিছিলের পরে, ব্যবসায়ী ভানু বাগের কোনও হদিশ নেই।আর গ্রামে তখন পুলিশ-প্রশাসনের প্রতি চরম ক্ষোভের বিস্ফোরণ ঘটছে। খাদিকুল গ্রামের বাজি কারখানার মালিক ভানু বাগের বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের ক্ষোভের আঁচ ইতিমধ্যেই টের পেয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে বুধবারও গ্রামে গিয়ে এগরা থানার আইসি-কে পড়তে হয় অসন্তোষের মুখে। গ্রামবাসীদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন আইসি। কিন্তু, এই আশ্বাস সত্বেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ একফোঁটাও কমেনি গ্রামবাসীদের। শুধু তাই নয়, এক সিভিক ভলান্টিয়ারের ওপর রেগে আগুন হয়ে রয়েছেন এই মানুষগুলো।


ঠিক কী ঘটেছিল? 


মঙ্গলবার সকাল ১১ টা, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই।  খাদিকুল গ্রামে যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এগরা থানার দূরত্ব কমবেশি ২২কিলোমিটার। এগরা দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ঘটনাস্থল থেকে গোপীনাথপুরে মূল রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার।


এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের মর্মান্তিক মৃত্যুর পর আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় CID-র টিম। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহ করা হবে। ফরেন্সিক আধিকারিকদের অনুমান, ঘটনাস্থলে পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল জাতীয় পদার্থের হদিশ মিলতে পারে। নমুনা সংগ্রহের পর তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে, ঘটনায় অভিযুক্ত ভানু বাগের খোঁজে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ভিন রাজ্য়ে পাড়ি দিচ্ছে পুলিশ। 


আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?