অরিন্দম সেন, আলিপুরদুয়ার: তৃণমূল ছাত্র পরিষদ ( TMCP ) না করায় র্যাগিংয়ের শিকার! কলকাতার গুরুদাস কলেজের পর এবার একই অভিযোগ উঠল আলিপুরদুয়ার কলেজে। রাজ্যপাল, অধ্যক্ষ ও ইউজিসি-র কাছে অভিযোগ দায়ের করলেন বাণিজ্য বিভাগের পড়ুয়া। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। অ্যান্টি র্যাগিং সেল অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। (Alipurduar college)
নিজেকে ABVP সমর্থক বলে দাবি করেছেন অভিযোগকারী
র্যাগিং-এর জেরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর অভিযোগ ঘিরে এখনও উত্তপ্ত যাদবপুর। র্যাগিংয়ের অভিযোগ উঠেছে, কলকাতার গুরুদাস কলেজে। এরই মধ্যে একই অভিযোগ উঠল আলিপুরদুয়ার কলেজে। কলেজে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন, বাণিজ্য বিভাগের এক ছাত্র। অভিযোগ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন TMCP-র জেলা সহ সভাপতি সন্দীপন ঘোষের বিরুদ্ধে। নিজেকে ABVP সমর্থক বলে দাবি করে পড়ুয়ার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ না করায় ওই বহিরাগত ছাত্রনেতা কলেজে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। অশ্লীল গালিগালাজ করেন।
ইউজিসি-র কাছে অভিযোগ দায়ের
অভিযুক্ত TMCP নেতার দাবি, সামনেই ছাত্র সংসদ নির্বাচন, তাই তাঁর সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। রাজ্যপাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জাতীয় মানবাধিকার কমিশন ও ইউজিসি-র কাছে অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্র। অ্যান্টি র্যাগিং সেল অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সাম্প্রতিক কালে ব়্যাগিংয়ের অন্যান্য় ঘটনা
এর আগে এরকম অভিযোগ ওঠে কলকাতার গুরুদাস কলেজে। রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে না চাইলে পড়ুয়ার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের বিরুদ্ধে। এছাড়া সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও এক প্রাক্তনীর বিরুদ্ধে র্যাগিং-এর অভিযোগ ওঠে। উত্তর ২৪ পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং করা হয় বলে অভিযোগ ওঠে টিএমসিপি-র বিরুদ্ধে। সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। এবার র্যাগিং রোগের সংক্রমণ আলিপুরদুয়ারে।
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাবালক ছাত্রের মৃত্যুর ঘটনায়, ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের ধারা জুড়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেই খুন ও র্যাগিংয়ের অভিযোগে মামলা রুজু হয়েছিল। তাছাড়া, পড়ুয়া মৃত্যুর তদন্তভার যাদবপুর থানার থেকে নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা।
আরও পড়ুন :
'যে টেবিলে বসলে সম্মান থাকে না, সেই টেবিল ছেড়ে আমি চলে যাই' তুঙ্গে বাবুল-ইন্দ্রনীল তরজা