অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নিউটাউনে (Newtown) সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত মৃতদেহ (body recovered)। মৃত পড়ুয়া শিলিগুড়ির (Siliguri) বাসিন্দা বলে খবর। 


নিউটাউনে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার


নিউটাউনের সাপুরজি পালনজি আবাসনের বি ১৫২ নম্বর বিল্ডিংয়ের ৪০৪ নম্বর ঘর থেকে উদ্ধার হল সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম প্রিয়াংশু পাল। সে শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নভেম্বর মাসের প্রথম দিকে নিউটাউনে আসে ওই ছাত্র। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।


কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা ঘটল সাপুরজি আবাসনে। টেকনোপলিস থানার পুলিশ ইতিমধ্যেই ওই ছাত্রের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, ১৫২ নম্বর বিল্ডিংয়ের চারতলার ৪০৪ নম্বর ঘরে থাকতেন সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া প্রিয়াংশু পাল। শিলিগুড়ির বাসিন্দা ওই পড়ুয়া এই মাসের প্রথম দিকে এই আবাসনে আসেন। ৪০৪ নম্বর ঘরে এক পার্টনারের সঙ্গে থাকতেন। 


আজ সন্ধ্যায় প্রতিবেশীরা দেখতে পান ডাইনিং এরিয়ায় একটি ছেলে দড়ির সঙ্গে ঝুলছেন। পরবর্তীকালে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেন এবং উদ্ধার করা হয় মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রের পার্টনার ঘুমিয়ে ছিলেন এবং তাঁর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। যদিও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 


আরও পড়ুন: Gas Leak : নরেন্দ্রপুরের পর কাকদ্বীপ, বরফ কল থেকে ফের অ্যামোনিয়া গ্যাস লিক, ২ জন অসুস্থ


অন্যদিকে, মাস খানেক আগে ভিন রাজ্য থেকে উদ্ধার হয় বীরভূমের (Birbhum) এক যুবকের ঝুলন্ত দেহ। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম দেবনাথ সাহা। বছর সাতাশের দেবনাথের বাড়ি বীরভূমের কীর্ণাহারের পলশা গ্রামে। হরিয়ানায় তাঁর ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃত যুবক দেবনাথ সাহা পছর পাঁচেক আগে হরিয়ানার এক বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। পুজোর সময় বাড়িতে বেড়াতেও আসেন। পুজো কাটিয়ে ফের তিনি নিজের কর্মস্থলে ফিরে যান। তারপরই এই মর্মান্তিক ঘটনার খবর পান পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ দেবনাথকে খুন করা হয়েছে।