সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) হস্টেল সংস্কার ও মেস চালুর দাবিতে ফের আন্দোলনে নামলেন পড়ুয়ারা। ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। প্রতিক্রিয়া মেলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।


ফের আন্দোলনে পড়ুয়ারা: দিন দিন সমস্যা বেড়েছে, কিন্তু সমাধান মেলেনি। এই অভিযোগে, ফের আন্দোলনে নামল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার বিকেল থেকে ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থানে বসেছেন পড়ুয়ারা। যার জেরে দুই ডিন রাতভর আটকে থাকেন অফিসেই। পড়ুয়াদের অভিযোগ, হিন্দু হস্টেলের ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ড ২০১৫ থেকে বন্ধ। এর ফলে অর্থনৈতিক ভাবে দুর্বল প্রায় ২০০ ছাত্র হস্টেলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন হস্টেল সংস্কার হয়নি ও মেস পরিষেবা বন্ধ। হোস্টেলের বেড চার্জ দ্বিগুণের বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ, ওয়াইফাই বা মেসে খাবারের ব্যবস্থার মতো সাধারণ সুযোগসুবিধা দিতে ব্যর্থ কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতেই ফের আন্দোলনে পড়ুয়ারা। তবে তাঁদের দাবি, কাউকে ঘেরাও করা হয়নি। শান্তিপূর্ণ অবস্থান চলছে। চাইলে তাঁরা বেরিয়ে যেতে পারেন। সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দলোনে নামার হুমকি দিয়েছেন পড়ুয়ারা। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


ইংরেজি মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হলেও পড়ানো হচ্ছে বাংলা মাধ্যমে। এই অভিযোগে মালদার (Malda) বার্লো গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শিক্ষক না থাকার কথা শিক্ষা দফতরকে জানানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলার স্কুল পরিদর্শক (District School Inspector)।   


স্কুলে বিক্ষোভ অভিভাবকদের: ২০১৮ সালে সেখানে ঘটা করে ইংরেজি মাধ্যম চালু করা হয়। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও, এখনও স্কুলে নিয়োগ হয়নি ইংরেজি মাধ্যমে পড়ানোর শিক্ষক।ইংরেজি মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হলেও পড়ানো হচ্ছে বাংলা মাধ্যমে। আর এতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। বারবার বিভিন্ন স্তরে জানিয়ে কোনও ফল মেলেনি। সেই অভিযোগ তুলে এবার প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখালেনন অভিভাবকরা। বিক্ষোভকারী এক অভিভাবক কুণাল সিংহ বলেন, “৬-৭ মাস ধরে ক্লাস হয়নি। অনেক জায়গায় চিঠি দিয়েছি। ইংরেজি মাধ্যমের ক্লাস বন্ধ। বাংলার ইংরেজির ক্লাস একসঙ্গে হচ্ছে।’’                  


আরও পড়ুন: WB Assembly: মালদাকাণ্ডে উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপি বিধায়কদের


 


Education Loan Information:

Calculate Education Loan EMI