কলকাতা: আচমকা 'অসুস্থ' হয়ে পড়লেন জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত বালুকে তাই আনা হল এসএসকেএমে। এ দিন প্রেসিডেন্সি জেল (Presidency Jail) থেকে বিকেল ৫টা নাগাদ তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আনা হয়। এর আগেও একাধিকবার অসুস্থ দাবি করে হাসপাতাল যাওয়ারও বায়না ধরেছিলেন বালু।
বালুর বায়না: জেলের চিকিৎসক সুস্থ বলে জানালেও, কিছুদিন আগেই SSKM হাসপাতালে ভর্তির আবদার জানান রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) । জেল সূত্রে খবর মিলেছিল, জেল কর্তৃপক্ষকে জ্যোতিপ্রিয় বলেছেন, 'আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্য সরকারের আওতায়, এই লক আপে থাকব না। জেলবন্দি মন্ত্রীর দাবি, তাঁর শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। তাঁকে SSKM-এ নিয়ে যাওয়া হোক'। জেল সূত্রে আরও খবর পাওয়া যায়, এর আগে জেল হাসপাতালের চিকিৎসকরাই জানান, মন্ত্রী সুস্থই আছেন। প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলেই ছিলেন জ্যোতিপ্রিয়। পয়লা বাইশে তাঁর পড়শি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা। তবে আজ বিকেলে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যদিও তাঁর ঠিক কী হয়েছে এখনও পর্যন্ত তা জানা যায়নি।
'মৃত্যু শয্যা প্রায়': কিছুদিন আগে সংবাদমাধ্যমের সামনে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, 'তাঁর শরীর অত্যন্ত খারাপ। মৃত্যু শয্যা প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে'। যদিও অন্য় কথা বলেছেন চিকিৎসকরা। জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করে ED-র আইনজীবী কমান্ড হাসপাতালের রিপোর্ট বন্ধ খামে পেশ করেছিলেন। সূত্রের খবর, যেখানে লেখা ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। এখনই তাঁকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই।
ইডির হাতে চাঞ্চল্য তথ্য: উল্লেখ্য, আজই রেশন দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য এসেছে ইডির হাতে। কেন্দ্রীয় এসেন্সি সূত্রে দাবি, ডিস্ট্রিবিউটরদের মধ্যে অনেকেই বেনামে রেশন দোকানের মালিক। ফলে রেশনে দুর্নীতি হলেও অনেকে রেশন দোকানের মালিক ও ডিস্ট্রিবিউটর একই ব্যক্তি হওয়ায় অভিযোগ জানাতেন না। ইডির তরফে আগেই দাবি করা হয়েছিল, রেশন দুর্নীতির ষড়ষন্ত্রে মিল মালিক, ডিস্ট্রিবিউটর ও রেশন দোকানের মালিকরা। এবার তদন্তে উঠে এল, বিভিন্ন জেলায় এমন অনেক ডিস্ট্রিবিউটর রয়েছেন, যাঁরা নিজেরাই রেশন দোকানের মালিক বা ডিলার। এদের লিস্ট তৈরি করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সূত্রের খবর, নদিয়ায় এরকম একজন ডিস্ট্রিবিউটরের খোঁজ পেয়েছে ইডি। তদন্তকারীদের অনুমান, গোটা ষড়যন্ত্রটাই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে হয়েছে।
আরও পড়ুন: 'বাইরের লোক নয়, চিনে ফেলায় মেরে দিল', কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর দাবি বাবার