কলকাতা: নেতাজির জন্মদিনে (Netaji Subhas Chandra Bose's Birth  Anniversary)  মমতা-মোদিকে দুষলেন বর্ষীয়ান বামনেতা সুজন চক্রবর্তী(Sujan Chakraborty)। মূলত সকালে নেতাজির জন্মদিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নাম না করলেও, কোনও সরকারই নেতাজিকে মর্যাদা দিতে পারেনি, বলে তোপ দেগেছিলেন। আর বেলা পড়তেই এবার সেই বক্তব্যের যবনিকা টানতে ময়দানে সুজন চক্রবর্তী। স্ট্যান্ডআপের সুরে বললেন তিনি,  'নেতাজিকেও দখলদারির চেষ্টা।'


এদিন সুজন চক্রবর্তী টুইটে করে বলেন, 'নেতাজিকেও দখলদারির মোদি-দিদির অপচেষ্টা। দেশনায়কের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা  এবং দেশপ্রেম দিবস পালন করা হচ্ছে না কেন ? নেতাজি সুভাষ ডকের মাথায় কলকাতা পোর্টের শ্যামাপ্রসাদ মুখার্জি নামকরণ হল কেন ? ইতিহাসকে অস্বীকার করার কোনও সুযোগ নেই। বিজেপি-তৃণমূলের ছক। ধরে পড়েছে।'প্রসঙ্গত, 'আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে।' নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর। আর এরপরেই তোপ দাগলেন কেন্দ্র ও রাজ্যের শাসকদলকে দুষলেন সুজন চক্রবর্তী।


এদিন কুণাল ঘোষ, 'প্রথম কথা নেতাজির কন্যা অনিতা বসু, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, নেতাজির বিশ্বাসের সঙ্গে,  আদর্শের সঙ্গে এই আরএসএস এবং আরএসএস ঘরানার যে আইডিওলজি, তার কোনও সম্পর্ক নেই। এবং নেতাজি এদের উপর বিশ্বাসই করতেন না। কোথায় কে কী বলে বেড়াবে, এটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস, এতটাই নেতাজিকে চিরকাল শ্রদ্ধা জানিয়ে এসেছে, যে নেতাজি পরিবারের দুজন বিশিষ্ট মানুষ আমাদের দলের সাংসদ ছিলেন। এবং আমরা বসু পরিবারকে কীভাবে সম্মান দিতে হয়, সেটা আমরা জানি।'


আরও পড়ুন, 'ওনাকে মর্যাদা দেননি', নেতাজির জন্মদিনে কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর ?


অপরদিকে তিনি আরও বলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কাছে থাকা নেতাজি সংক্রান্ত ফাইলগুলি উন্মুক্ত করে দিয়েছেন, সেটা কিন্তু এখনও কেন্দ্রীয় সরকার মুখে যাই বলুক, সবকটি ক্লাসিফায়েড ফাইল খোলার পরেও, একটি গুরুত্বপূর্ণ ফাইল, তারা খুলেছেন না খোলেননি ? এনিয়ে কিন্তু প্রশ্ন আছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যদি যোগ্য সম্মান দিতে হয়, এখন বিজেপি কেন, অটল বিহারী বাজপেয়ির জমানাতেও তো বিজেপি ছিল, তখন কী করছিল, বিজেপি ?' প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।