পূর্ণেন্দু সিংহ, বিষ্ণুপুর: 'যে বুথে লিড বেশি, সেই বুথে জান লড়িয়ে দেব', প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর (Bishnupur Parliament Constituency) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) সুজাতা মণ্ডল (Sujata Mondal)। পাল্টা কটাক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan)।
প্রচারে বেরিয়ে 'বিতর্কিত' মন্তব্য সুজাতা মণ্ডলের
'তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা হবে না। তৃণমূল এখান থেকে লিড না পেলে, আমি তো দূর অস্ত, আমার কোনও কর্মীকেও অভিযোগ শুনতে আসতে দেব না', প্রচারে বেরিয়ে এভাবেই ভোটারদের রীতিমতো শাসালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
গতকাল বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকায় প্রচারে প্রচারে যান তিনি। ওই এলাকা থেকে বারবার বিজেপি জেতায়, ভোটারদের রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূল প্রার্থীকে। ঘটনা প্রকাশ্যে আসতে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র কটাক্ষ, 'এ ধরনের মন্তব্য শুনে মানুষই বিচার করবেন কাকে ভোট দেবেন।'
বিতর্কে জড়ালেন সুজাতা, কটাক্ষ সৌমিত্রর
'যে বুথে লিড পাব সেই বুথে জান লড়িয়ে দেব। আর যে বুথে লিড পাব না সেই বুথে আমি তো দূর অস্ত আমার দলের কোনও কর্মীকেই যেতে দেব না', এমনই 'হুমকি' দিয়ে এবার বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিজেপির কটাক্ষ তৃণমূল এখন ঠেলায় পড়ে এমন মন্তব্য করছে।
যে বুথে বেশি লিড, সেই বুথে সাংসদ উন্নয়ন তহবিলের টাকার বেশি বরাদ্দ। গত সোমবার বাঁকুড়ার পুয়াবাগানে একটি কর্মীসভায় এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তার আগেই আমডাঙায় কর্মিসভায় গিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ঘোষণা করেন, 'যে অঞ্চল সবথেকে বেশি লিড দেবে, সেই অঞ্চলের জন্য বড় প্রাইজ'।
এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দলের লিড নিয়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিতে শোনা গেল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে গিয়ে সুজাতা মণ্ডল বলেন, 'কোন কোন বুথে তৃণমূল ও বিজেপি লিড পাচ্ছে তার তালিকা তৈরি করে রাখা হবে। যে বুথে তৃণমূল লিড পাবে সেখানে জান লড়িয়ে দেব। আর যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূর অস্ত আমার কোনও কর্মীকেও যেতে দেব না।'
গ্রামবাসীদের উদ্দেশ্যে সুজাতাকে 'হুমকি'র সুরে বলতে শোনা যায়, 'তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে তা হয় না। তোমরা বারবার এখান থেকে বিজেপিকে জিতিয়েছ। এবারও যদি তাই হয় তাহলে এবার তোমাদের কথা শুনতে আমরা আর আসব না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে।' পরে সুজাতা মণ্ডলের যুক্তি, 'এই এলাকা থেকে বারবার বিধানসভা, লোকসভা ও পঞ্চায়েতে বিজেপি জিতছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ওন্দা এলাকাকে উন্নয়নের জোয়ারে ভরিয়ে দিচ্ছেন। এতে আমাদের যন্ত্রণা হচ্ছে। বুক ফাটছে আমাদের', আর সেই কারণেই এই মন্তব্য তিনি করেছেন বলে দাবি।
এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার বক্তব্য, 'ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তৃণমূল কংগ্রেস ঠেলায় পড়েছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনা থেকে টাকা চুরি করেছে। রাজ্য সরকার কী এমন দেয়? সবটাই তো দেয় কেন্দ্রীয় সরকার। তাই উনি যেটা বলছেন তাতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি না।' লোকসভা ভোট আসন্ন। জোরকদমে চলছে প্রচারপর্ব। আর সেই আবহে এমন মন্তব্য যে রাজনীতির পারদ চড়াচ্ছে তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।