সৌভিক মজুমদার, কলকাতা: SSKM-এর রিপোর্টেই সায় দিল জোকা ESI। নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।ইডির আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে জানাল জোকা ESI হাসপাতালের মেডিক্যাল বোর্ড। আলিপুরের বেসরকারি হাসপাতালে হবে সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুর অস্ত্রোপচার।
কালীঘাটের কাকুর ধমনীতে ব্লকেজ রয়েছে, বাইপাস সার্জারি করাতে হবে, এই কারণ দেখিয়ে সম্প্রতি, অন্তর্বর্তী জামিনের আবেদন করেন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। এরপর, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন কালীঘাটের কাকু। কিন্তু সেখানেও মান্য়তা পায়নি সুজয়কৃষ্ণ ভদ্রর আর্জি। এপ্রসঙ্গে ৩ অগাস্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, SSKM তো আছেই। এখানকার অন্য়তম সেরা হাসপাতাল। তখন কালীঘাটের কাকুর আইনজীবী বলেন, সুজয়কৃষ্ণ ভদ্র নির্দিষ্ট একজন চিকিৎসককে দেখাতে চান। বিচারপতি ফের প্রশ্ন করেন, "সুজয়কৃষ্ণ ভদ্র (কালীঘাটের কাকু) কি ওই চিকিৎসককে আগে দেখিয়েছেন? বা ওই চিকিৎসকের অধীনেই কি তিনি চিকিৎসাধীন? তার অন্তত একটা প্রেসক্রিপশন দেখান।'' তখন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী বলেন, "প্রেসক্রিপশন নেই। এটা একটা জরুরি পরিস্থিতি। আমার মক্কেল সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা করাতে চান।'' অন্যদিকে, ইডির আইনজীবী বলেছিলেন, "বাইরে চিকিৎসার অনুমতি দিলে সমাজের কাছে কী বার্তা যাবে? অভিযুক্ত ধনী হয় তাহলে যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে পারবে, আর গরিব হলে পারবে না। SSKM হাসপাতালের চিকিৎসা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু, যখনই রাজনৈতিক বিষয় আসে তখনই মেডিক্যাল রিপোর্ট নিয়ে সংশয় তৈরি হয়।''
এরইমধ্য়ে সুজয়কৃষ্ণ ভদ্রর বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা আছে কিনা, সেই প্রশ্নও তোলেন ইডির আইনজীবী। এরপরই, ED-কে মেডিক্য়াল বোর্ড গঠনের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, জোকা ESI-র উপর আস্থা রেখে, তাদেরকেই মেডিক্যাল বোর্ড গঠনের অনুরোধ করে ইডি। বুধবার, আদালতে ইডির আইনজীবী জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে ইডির কোনও আপত্তি নেই। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, জেল কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও বেসরকারি হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Mamata Banerjee: 'তিন ভাষার ফর্মুলা, মাতৃভাষা থাকবে এক নম্বরে,' ঘোষণা মমতার