কলকাতা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt) নবম-দশমে ভুয়ো নিয়োগের মামলা চলছিল। সেখানে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৮৩ জন অবৈধ শিক্ষকের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনকে (SSC)। এ দিন সেই নির্দেশ দিতে গিয়েই কমিশনের উদ্দেশে টিপ্পনি ছুড়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কমিশনের উদ্দেশে তিনি বলেন, "নির্ভয় হোন। অনেক ধেড়ে ইঁদুর বেরোবে।" এ প্রসঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) প্রশংসা করেছেন রাজ্যে বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এদিন তিনি বলেন, "বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ভাবে ন্যায়ের জন্য লড়াই করছেন, তার এই লড়াই প্রশংসনীয়। এর ফলে বাংলার সাধারণ মানুষের ন্যায় ব্যবস্থার প্রতি, বিচারব্যবস্থার প্রতি আত্মবিশ্বাস বাড়বে। উনি যে কথা বলেছেন, যে কমিশনকে নির্ভয় হওয়া উচিত, নিরপেক্ষ হওয়া উচিত। সরকারের মধ্য থেকে কাজ করা কোনও সংস্থা নয়। নিরপেক্ষ ভূমিকা পালন করে সরকারের কাছে সূচি দেওয়া উচিত ছিল।"
বিচারপতির 'ধেড়ে ইঁদুর' মন্তব্যর প্রেক্ষিতে সুকান্ত বলেন, "ইঁদুর বেরলে চিন্তা নেই খাঁচায় ঢুকবে। ধেড়ে ইঁদুর তো খাঁচা তৈরি করতে সময় লাগবে। নেংটি হলে চটপট ঢুকে যেত।"
আরও পড়ুন, অবশেষে প্রকাশ্যে এল 'অযোগ্য' শিক্ষকদের তালিকা, ১৮৩ জনের নাম প্রকাশ
তবে হাইকোর্টের নির্দেশের পর অবশেষে প্রকাশ্যে এল 'অযোগ্য' শিক্ষকদের (Teacher) তালিকা (List)। ১৮৩ জনের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬-র এসএসসি নবম-দশমের ১৮৩ জনের তালিকা প্রকাশ। ২৪ ঘণ্টার মধ্যেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট (High Court) । কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ কমিশনের ।
তাৎপর্যপূর্ণভাবে প্রতিটি বিষয়েই কিন্তু 'অযোগ্য প্রার্থীরা' চাকরি পেয়েছেন। কমিশনের প্রকাশিত তালিকা থেকে সেই তথ্যই পাওয়া যাচ্ছে। এও দেখা যাচ্ছে, সংরক্ষিত তালিকাতেই অযোগ্য প্রার্থীরা সবচেয়ে বেশি চাকরি পেয়েছেন। এমনকী, এই তালিকায় রয়েছেন এমন ৭৫-৮০ শতাংশ প্রার্থীরা বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরি করছেন।