কলকাতা: প্রকাশিত হল প্রাথমিকের টেট পরীক্ষার (Primary TET Exam) অ্যাডমিট কার্ড (Admit Card)। বুধবার রাতে ২০২২ সালের প্রাথমিকের অ্যাডমিট কার্ড প্রকাশ করে পশ্চিমবঙ্গ (West Bengal) প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা। তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।                                                     

  


উল্লেখ্য, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত। টেট পরীক্ষার জন্য আবেদনের প্রক্রিয়া ১৪ নভেম্বর থেকে শুরু করা হয়েছিল। ৩ নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছে।                                      


কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? 



  • প্রথমে www.wbbpe.org অথবা http://wbbprimaryeducation.org ওয়েবসাইটে যান 

  • তারপর ’Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I-V' লিঙ্কে ক্লিক করুন 

  • এবার রেজিস্ট্রেশন নম্বর ও Date Of Birth  দিন 

  • এবার পেজে অ্যাডমিট কার্ড দেখাবে সেটা ডাউনলোড করুন ও প্রিন্ট আউট করে রেখে দিন


আরও পড়ুন, অবশেষে প্রকাশ্যে এল অযোগ্য শিক্ষকদের তালিকা, ১৮৩ জনের নাম প্রকাশ


এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যেই নতুন বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪-র টেট উত্তীর্ণ প্যানেলভুক্তদের ব্রেকআপে নম্বর বিভ্রাট! উচ্চমাধ্যমিকের বরাদ্দ নম্বর অনুযায়ী, কেউ পেয়েছেন ১০০ শতাংশ নম্বর! কারও প্রাপ্তি পূর্ণমানের চেয়েও বেশি! ভুল স্বীকার করে সংশোধনের আশ্বাস দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।                                                                                            


অন্যদিকে, ২০১৭’র রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরিপ্রার্থী এবং ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন পড়ল ১০০ দিনে। ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আন্দলন করছেন গ্রুপ ডি কর্মীরা। শুক্রবার কালো দিবস পালন করেন তাঁরা। পাশাপাশি প্রতীকী অনশনও করেন। অন্যদিকে, এদিনে নাটকের মাধ্যমে বঞ্চনার কথা তুলে ধরলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI