দীপক ঘোষ, আশাবুল হোসেন ও রঞ্জিত সাউ, কলকাতা: দলের রাজ্য সভাপতি তিনি। অথচ প্রকাশ্যে তাঁর বিরুদ্ধেই মন্তব্য। তা নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একদিন আগে তাঁকে 'অযোগ্য' বলে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বৃহস্পতিবার তাক জবাব দিলেন সুকান্ত। তাঁর বক্তব্য, "কিছু লোকের কাজ না করে কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে! চ্যালেঞ্জ নিন। পঞ্চায়েতে জিতিয়ে দেখান! "
প্রকাশ্য মঞ্চেই সৌমিত্রকে কড়া ভাষায় জবাব সুকান্তর
একদিন আগেই সুকান্তকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সৌমিত্র। তিনি বলেন, "বাংলাতে কয়েকটা কয়েকটা আযোগ্যকে বসে, বাংলা জয় করা খুব কঠিন। শুভেন্দু দা, দিলীপ দা লড়ছেন কিন্তু বাকি সব অযোগ্যের ভিড়ে, অযোগ্য নেতৃত্বের বলে চলছে। রাজ্য সভাপতি ভাল ছেলে, ভাল প্রফেসর কিন্তু কোনও মতেই বারবার কমিটি, বারবার লোক বদল করে দেওয়াটা আমার মনে হয় ওঁর অবগত হয়নি। উনি শিক্ষানবিশ আছেন, উনি যখন শিক্ষা পাবেন তখন নিশ্চিতভাবে হয়তো ভাল কিছু হবে।"
সৌমিত্র খাঁয়ের বক্তব্যের সঙ্গে একমত নন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীও। তার পরই বৃহস্পতিবার দলীয় মঞ্চ থেকে নাম না করে নিজের দলেরই সাংসদের দিকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, "কিছু লোকের অভ্যাস হয়ে গিয়েছে, কিছু না করেই কথা বলা। সেই সমস্ত নেতারা যাঁরা কাজের সময় থাকে না, যাঁদের কোনও দায়িত্ব দিলে পাওয়া যায় না, তাঁরা মিডিয়ার সামনে বড় বড় কথা বলে গলা ফাটান।"
তবে সুকান্ত সৌমিত্রকে জবাব ছুড়ে দিলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে নেতাদের এই আকচা-আকচিতে প্রকট হয়ে উঠেছে বিজেপি-র অস্বস্তি। বিজেপি-র কোর কমিটিতে জায়গা না পাওয়ার পরই ক্ষোভ উগড়ে দেন সৌমিত্র। নানা তির্যক বিশেষণে ভরিয়ে দেন দলেরই রাজ্য সভাপতিকে।
শুধু সুকান্তকে চাঁচাছোলা ভাষায় আক্রমণই করেননি সৌমিত্র। রাজ্য বিজেপি-র অন্দরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বও প্রতিফলিত হয় তাঁর মন্তব্য। তিনি বলেন, "আমার মাথার উপরে শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষ। তাঁদের বাদ দিয়ে অন্য কোনও নেতাকে মানব না। আমার কিছু ভয় নেই। আমি কিছু পদ নেইনি। কোনও দিন বিজেপি থেকে টাকা-পয়সা কামাইনি।" দিলীপ যদিও সৌমিত্রকে কটাক্ষই করেন। ফেসবুক বা সংবাদমাধ্যমে নয়, মাটিতে দাঁড়িয়ে লড়াই করার পরামর্শ দেন। একই সুর শোনা যায় শুভেন্দুর গলায়। সৌমিত্রকে ছোট ভাইয়ের মতো মনে করলেও, এই ধরনের মন্তব্য় একেবারেই পচন্দ করেন না বলে জানিয়ে দেন।
সুকান্তকে 'অযোগ্য' বলে আক্রমণ করেছিলেন সৌমিত্র
বিজেপি-র অন্দরে এই টানাপোড়েনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের বিধায়ক তাপস রায়. বলেন, "এটা একেবারেই ওঁদের অন্তর্দলীয় বিষয়। তবে কথা হল যে, ওঁদের নিজেদের মধ্যে লড়াইটা এমন একটা জায়গায় গিয়েছে...আসলে সুকান্তকে কেউ মানতে চাইছেন না। কী করা যাবে? ওঁদের দলেরই যদি সাংসদরা বা নেতারা মানতে না চান, সেই সুকান্ত কী করবেন, তৃণমূলের বিরুদ্ধে উনি বলছেন লড়তে। ওঁর নেতৃত্বে সেই লড়াই কতটা সফল হবে...কতটা লড়তে পারবে, সেটাই দেখার।"