গুয়াহাটি: অবশেষে আইএসএলে (ISL 2022-23) জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল (East Bengal)। ১০ ম্যাচ পরে (আটটি হার, দুইটি ড্র) জয়ের সরণীতে ফিরল লাল হলুদ। নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ডার্বির আগেই জয়ে স্বস্তি ফিরে পেল ইস্টবেঙ্গল। এই প্রথমবার আইএসএলে নর্থ ইস্টকে হারাল লাল হলুদ।
দুরন্ত লাল হলুদ
এদিন ম্যাচের শুরুটা দুই দলই কিছুটা ছন্নছাড়াভাবে করে। কেউই ঠিকঠাক মতো আক্রমণ গড়ে তুলতে পারছিল না। তবে নর্থ ইস্ট গোলরক্ষরক অরিন্দম ভট্টাচার্য্যের এক ভুল থেকেই প্রথম গোলটি পেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার খেকে পাস খেলে বল তৈরির প্রচেষ্টায় ভুল করে বসে নর্থ ইস্ট। মহেশ নাওরেম প্রেস করে বল জিতে নেন এবং তাঁর পাস থেকেই গোল করেন ক্লেইটন সিলভা। গোল পাওয়ার পর আরও মরিয়া হয়ে ব্যবধান বাড়াতে ঝাঁপায় লাল হলুদ। নর্থ ইস্ট রক্ষণকে সেই আক্রমণের ঝড় প্রতিহত করতে গিয়ে বেশ বেকায়দায় পড়তে হয়। ম্যাচের আধ ঘণ্টা হতে না হতেই জোড়া বদল ঘটাতে বাধ্য হন নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ।
তবে খেলার গতির বিরুদ্ধেই প্রথমার্ধের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে গোলের বড় সুযোগ পেয়ে যায় হাইল্যান্ডার্সরা। এক দূরপাল্লার শট থেকে লাল হলুদ গোলরক্ষক কমলজিৎ বল দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন। গোলের সামনেই নর্থ ইস্টের হয়ে ডার্বিশায়ার দলকে সমতায় ফেরানোর দুরন্ত সুযোগ পেয়ে গিয়েছিলেন। তবে অভাবনীয়ভাবে তিনি পোস্টে শটটি মারেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েই মাঠ ছাড়েন লাল হলুদ ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় লাল হলুদ। মহেশের ৬০ গজের এক দুরন্ত পাস থেকে ডান দিকে ভিপি সুহের বল পেয়ে যান। তাঁর পাস থেকেই চারালাম্বোস কিরিয়াকু ৫২ মিনিটে এক দূরপাল্লার শটে লাল হলুদের ব্যবধান দ্বিগুণ করেন।
ডার্বির আগে স্বস্তি
দুই গোলে এগিয়ে গিয়েও ইস্টবেঙ্গল আক্রমণ শানাতে থাকে। ভিপি সুহের ডান দিকের উইংয়ে তাঁর গতির মাধ্যমে বারংবার নর্থ ইস্ট রক্ষণের জন্য সমস্যা তৈরি করছিলেন। শেষমেশ প্রতিআক্রমণে ৮৪ মিনিটের মাথার ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করে দলের জয় সুনিশ্চিত করেন জর্ডন ও'ডোহার্টি। দ্বিতীয়ার্ধে ৯০ মিনিটেরও পর, ম্যাচের ইনজুরি টাইমে কর্নার থেকে নর্থ ইস্টের হয়ে ডার্বিশায়ার এক গোল শোধ করেন বটে। তবে ম্য়াচে হারতেই হয় নর্থ ইস্টকে। পরের সপ্তাহে শনিবার, ২৯ অক্টোবর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের পরের আইএসএল ম্যাচে নামবে লাল হলুদ। তার আগে এই জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে।
আরও পড়ুন: দলের জয় সত্ত্বেও ক্ষুব্ধ রোনাল্ডো, ম্যাচ শেষের আগেই ছাড়লেন মাঠ