সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিল বিজেপি (BJP)। বৃহস্পতিবার সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) সভা করেন ঠাকুরনগরে (Thakurnagar)। সেই সভাতেই অনুপস্থিত বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।
নাগরিকত্ব আশ্বাস মতুয়াদের
কেন্দ্রীয় মন্ত্রীর সুরে সুর মিলিয়ে এবার রাজ্য বিজেপির সভাপতিও ঠাকুরনগরে গিয়ে নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিলেন মতুয়াদের। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের শিরোনামে উঠে এসেছে সিএএ (CAA) ইস্যু। বিশেষ করে মোদি সরকার গুজরাতের (Gujrat) দুই জেলায় তিনটি দেশ থেকে আসা ৬ ধর্মের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণার পর, বাংলায় CAA চালু করার দাবি আরও জোরাল হয়েছে।
এই প্রেক্ষাপটে কয়েকদিন আগে ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের বার্ষিক সম্মেলনে নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। আর এবার সুকান্ত মজুমদারের গলাতেও একই সুর। নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
রাজনৈতিক তরজা
ঠাকুরনগরের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, '২০২৪-এর আগে সিএএ চালু হবে। মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না। মতুয়াদের নাগরিকত্বের সঙ্গে সমঝোতা হবে না।' পাল্টা তৃণমূল নেত্রী ও প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেছেন, 'বিজেপি ভাঁওতা দিচ্ছে। ভোট আসলে নাগরিকত্বের কথা ভাবে। এতদিন রামমন্দির বলত এবার সিএএ, মতুয়ারা বুঝে গেছে ভাঁওতা।'
একদিকে যখন সিএএ নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর চলছে, তার মধ্যেই উত্তর ২৪ পরগনায় বিজেপির অন্দরে কোন্দলের ইঙ্গিত। বৃহস্পতিবার ঠাকুরনগরে সুকান্ত মজুমদারের সভায় দেখা গেল না বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরকে। জেলা সভাপতি ব্যস্ততার কথা বলে প্রসঙ্গ এড়ালেও, সুকান্ত মজুমদারের গলায় ভিন্ন সুর।
দলের রাজ্য সভাপতির সভায় বিজেপি সাংসদ-বিধায়কের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত লোকসভা ও বিধানসভা ভোটে সিএএ ইস্যু ডিভিডেন্ট দিয়েছে বিজেপিকে। দলের কোন্দল মিটিয়ে এবারও কি নাগরিকত্বের আশ্বাস দিয়ে ভোট বৈতরণী পার করতে পারবে গেরুয়া শিবির? পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে।