গৌতম মণ্ডল, সুন্দরবন: প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে (Sundarban) বারে বারে রক্ষা করেছে ম্যানগ্রোভের (Mangrove) বাদাবন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছর ম্যানগ্রোভ রোপনের কর্মসূচিও নেওয়া হয়েছে। সেই ম্যানগ্রোভ নির্বিচারে ধ্বংস করে চলছে বেআইনী মেছোভেড়ি ও পাকা বাড়ি তৈরী। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তৃর্ণ এলাকাজুড়ে মণি নদীর উপকূলের ম্যানগ্রোভ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের মদতপুষ্ট একশ্রেণির মাফিয়া এই কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি বনসুরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাংশ জড়িত এই ম্যানগ্রোভ নিধনে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে ইতিমধ্যে মথুরাপুর-২ নং ব্লকের বিডিও ও বনদফতরে অভিযোগ করা হয়েছে। মথুরাপুর-২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন ম্যানগ্রোভ চুরির ঘটনা স্বীকার করে নিয়েছেন।
তিনি জানিয়েছেন, আমরা অভিযোগ পাওয়ার পর বনদফতরকে নির্দেশ দিয়েছিলাম। কিছু কাঠ বাজেয়াপ্ত হয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে শাসকদলের নেতাদের মদতের অভিযোগ তোলা হয়েছে। ম্যানগ্রোভ চুরি আঠকাতে পরিবেশ আদালতের দারস্থ হয়েছে বিজেপি। তবে স্থানীয় তৃণমূল নেতা তথা মথুরাপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভাণ্ডারী বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোন গাছ কাটা হয়নি। আমরা ম্যানগ্রোভ রক্ষার পক্ষে।
ঘূর্ণিঝড় ইয়াস, আমফানের বিপর্যয়ের ক্ষত সামনে আসার পর, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন বাঁচাতে লক্ষ্য ৫ কোটি ম্যানগ্রোভ রোপণের কথা বলা হয়েছিল। ম্যানগ্রোভ রোপণের কাজকে ১০০ দিনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। আকাশে মেঘ ঘনালে এখন বুকে কাঁপন ধরে সুন্দরবনবাসীর। ম্যানগ্রোভ লাগানোর প্রশাসনিক উদ্যোগকে তাই স্বাগত জানিয়েছিল তারা।
আরও পড়ুন, আজ 'তারা নিশি', ভাদ্র মাসের এই অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ?
প্রসঙ্গত, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের প্রাকৃতিক নিরাপত্তা প্রাচীর। প্রকৃতির রুদ্র রোষের সামনে বারবার নিজের বুক পেতে দিয়ে ত্রাণকর্তার ভূমিকা পালন করেছে সে। ম্যানগ্রোভে বাধা পেয়ে অনেকটাই শক্তি হারায় ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ। রায়মঙ্গল, কালিন্দী, বিদ্যাধরী কলাগাছি- সুন্দরবন জুড়ে নদীর সমারোহ। প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। নদীর ধারে ভূমিক্ষয় রুখতে শুরু প্রস্তাবিত ম্যানগ্রোভ অরণ্যের জায়গা চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সেই সুন্দরবনে এই অভিযোগে উঠছে একাধিক প্রশ্ন।