দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবন...জল.. জঙ্গল... ম্যানগ্রোভের রাজত্ব... বাঙালির অন্যতম প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। সেই সুন্দরবনকে বারবার পর্যুদস্ত করেছে ঘূর্ণিঝড়। আয়লা, আম্ফান থেকে ইয়াস। বারবার ধাক্কা খেয়েছে ম্যানগ্রোভের এলাকা। বহু কষ্টে বারবার ধাক্কা সামলে উঠেছেন সেখানকার বাসিন্দারা। এবার যদিও মোকা নিয়ে বড়সড় বিপদের আশঙ্কা নেই, তাও সতর্ক প্রশাসন। 


শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগণা:  ঘূর্ণিঝড় ( Cyclone Mocha ) মোকার হাত থেকে সুন্দরবনের ( Sundarban ) উপকূলবর্তী এলাকার মানুষজনকে বাঁচাতে সতর্ক করা হচ্ছে। মাইকে প্রচার চালানো হচ্ছে।  সুন্দরবন কোস্টাল থানার পুলিশ কয়েকদিন আগে থেকেই তৎপর হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় সুন্দরবন কোস্টাল থানার উদ্দোগে নদীর উপকূলবর্তী  এলাকার মানুষজনকে সতর্ক করা হয়েছে।


পাশাপাশি ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে সুন্দরবনের নদী তীরবর্তী এলাকায় প্রচার চালানো হয়েছে। গোসাবায় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাব নিয়ে সচেতন করছে NDRF ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবা ও রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে কী কী সমস্যায় পড়তে হতে পারে এবং প্রয়োজনে কী কী  ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে জানাচ্ছেন  জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা। 


ফণী থেকে আমফান, এক একটা ঘূর্ণিঝড় আসে, লণ্ডভণ্ড করে দেয় সুন্দরবনকে। ২ বছর আগে ইয়াসে প্রকৃতির রুদ্ররূপে  তছনছ হয়েছিল জল-জঙ্গল-ম্যানগ্রোভের দেশ। এবার সেই আশঙ্কা কম হলেও, অনেক সাবধানী এবার প্রশাসন।                         


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচার করছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ঝড়খালি কোস্টাল থানার পুলিশ বোটে চড়ে প্রচার চালাচ্ছে। পাশাপাশি, গোসাবা ও রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছেন NDRF-এর সদস্যরা। প্রয়োজনে কী ধরনের ব্যবস্থা নিতে হবে, তা শেখানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।                    


কর্নাটক বিধানসভার ফলাফল জানতে চোখ রাখুন - 


ABP News LIVE
https://www.youtube.com/live/nyd-xznCpJc?feature=share                           


ABP Ganga LIVE
https://www.youtube.com/live/zUlYQa2v6-k?feature=share