নয়াদিল্লি: কর্ণাটকে এগিয়ে রয়েছে কংগ্রেস, নরেন্দ্র মোদিকে জোর নিশানা কংগ্রেস নেতা পবন খেরার। মূলত সকাল থেকে চলছে গণনা। মধ্য কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, বেঙ্গালুরুতে হাড্ডাহাড্ডি লড়াই। টুমকুর, বেলগামে এগিয়ে কংগ্রেস, মহীশূরে কড়া টক্কর। কর্ণাটকের উপকূল অঞ্চলে একচেটিয়া আধিপত্য কংগ্রেসের।


'প্রধানমন্ত্রীর নেতিবাচক, বিভাজনমূলক প্রচার কাজ করেনি'


চন্নাপাটনা আসনে এগিয়ে কুমারস্বামী। কনকপুরা আসনে এগিয়ে ডি কে শিবকুমার। ভোটগণনা চলাকালীনই দলের প্রার্থীদের বেঙ্গালুরুতে আসতে বলল কংগ্রেস। ২০১৯-এর ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই সতর্কতা বলে দলীয় সূত্রে খবর। 'আমরা একটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব, এতে কোনও সন্দেহ নেই। প্রধানমন্ত্রীর নেতিবাচক, বিভাজনমূলক প্রচার কাজ করেনি', দাবি কংগ্রেস নেতা পবন খেরার। 






 উৎসবের আবহ কংগ্রেসে


ভোটের ফল অনুকুল হতে পারে আঁচ পেয়ে ইতিমধ্যেই উৎসবের আবহ কংগ্রেসে। কর্নাটকে তো বটেই, দিল্লিতেও চলছে হোম-যজ্ঞ। সূত্রের খবর, ভোটগণনা চলাকালীনই দলের প্রার্থীদের বেঙ্গালুরুতে আসতে বলে কংগ্রেস। ২০১৯-এর বিধায়ক হাতছাড়া হওয়ার পুনরাবৃত্তি আটকাতেই এই সতর্কতা বলে দলীয় সূত্রে খবর।


২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারে নামেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। লড়াইয়ে টক্কর দিতে রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন কর্নাটকে। 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারে নামেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। লড়াইয়ে টক্কর দিতে রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন কর্নাটকে।