গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ছেলের সামনে বাবাকে টেনে নিয়ে গেল কুমির। গতকাল দুপুর থেকে নিখোঁজ পাথরপ্রতিমার বাসিন্দা এক মৎস্যজীবী। ছেলেকে নিয়ে জগদ্দল নদীতে মাছ ধরতে নেমেছিলেন তিনি। জাল ফেলার সময় নদীতে পড়ে যান ওই মৎস্যজীবী। কুমির টেনে নিয়ে চলে যায়। মৎস্যজীবীর সন্ধানে গোবর্ধনপুর কোস্টাল থানা এবং বন দফতর একযোগে তল্লাশি চালাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুরের এক মৎস্যজীবীকে। গতকাল দুপুর নাগাদ জগদ্দল নদীতে মাছ ধরার সময় কুমিরে টেনে নিয়ে যায় তাঁকে। পুলিশ জানিয়েছে নিখোঁজ মৎস্যজীবীর নাম আব্বাস উদ্দিন শেখ (৪০)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ।
গোবর্ধনপুর কোস্টাল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল লঞ্চ নিয়ে জগদ্দল নদীতে তল্লাশি অভিযান শুরু করে। এদিন সন্ধ্যা পর্যন্ত ওই নিখোঁজ মৎস্যজীবীর কোন সন্ধান পাওয়া যায় নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন, শশ রাজযোগে ব্যাঙ্ক ব্যালেন্সে চরম প্রভাব, ৩ রাশির জীবন ভরাবে শনি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুরের বাসিন্দা মৎস্যজীবী আব্বাস উদ্দিন শেখ এদিন সকাল থেকে জগদ্দল নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় আব্বাস। কাছাকাছি একটি কুমির ওত পেতেছিল তা সেটা আব্বাস অনুমান করতে পারেনি। নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুমির তাকে আক্রমণ করে। কিছু বোঝার আগেই তাকে টেনে নিয়ে যায় কুমিরে।
খবর পেয়ে নদীর পাড়ে এসে জড়ো হয় সত্যদাসপুরের গ্রামবাসীরা। খবর পাঠানো হয় গোবর্ধনপুর কোস্টাল থানায়। ঘটনা স্থলে পৌঁছয় রামগঙ্গা বনদপ্তরের কর্মীরা। গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি শেখ জাহাঙ্গীর আলীর নেতৃত্বে পুলিশ ও বনদফতরের কর্মীদের একটি দল তড়িঘড়ি লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে