শান্তনু নস্কর, সুন্দরবন: সুন্দরবনে (Sundarban) বাঘের (Tiger) সংখ্যা বেশ কিছুটা বেড়েছে বলেই মনে করা হচ্ছে। রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) খাদ্য সঙ্কট এড়াতে তাই  একেবারে ১০০টি হরিণ ছাড়া হল সুন্দরবনের গভীর ম্যানগ্রোভ (Mangrove) অরণ্যে। ইতিমধ্যেই ১০০ হরিণ নিয়ে আসা হয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে। হরিণ গুলিকে বর্তমানে রাখা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দোবাঁকি ক্যাম্পে।         


সেখানেই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে রেখে হরিণগুলিকে দেখভাল করছেন বনকর্মীরা। মাস দুয়েক সুন্দরবনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর এই হরিণগুলিকে ছেড়ে দেওয়া হবে সুন্দরবনের গহীন অরণ্যে। মূলত বাঘের খাবার হিসেবেই হরিণগুলিকে জঙ্গলে ছাড়তে চাইছে বন দফতর, এমনটাই খবর। 


বনকর্তাদের অনুমান, সম্ভবত জঙ্গলে খাদ‌্য সংকট দেখা দেওয়ায় পেটের খিদেয় বাঘগুলি জঙ্গল থেকে বেরিয়ে আসছে। শুধু তাই নয়, বাঘের সংখ‌্যা বেড়ে যাওয়ায় জঙ্গলে খাদ্যের রসদে ভাটা পড়ছে বলেও তাঁদের অনুমান। এই সমস্ত বিষয় মাথায় রেখেই জঙ্গলে হরিণ ছাড়ার সিদ্ধান্ত নিল বন দফতর। 


সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স জানিয়েছেন, খুব সম্ভবত সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা খুবই ভাল। সেই কারণে বাঘের আনাগোনা বেড়েছে। সুন্দরবন জঙ্গলে যাতে বাঘেদের কোনওপ্রকার খাদ্যসংকট না হয়, সেজন‌্য ম‌্যানগ্রোভ অরণ্যে ১০০ হরিণ ছাড়া হয়েছে। এর ফলে জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়েও দুর্ঘটনার সংখ‌্যা কিছুটা হলেও কমবে বলে মত তাঁদের। 


আরও পড়ুন, শিকার বাগে আনতে মরিয়া তুষার চিতা, ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা বলছেন 'ভয়ঙ্কর সুন্দর'


এর আগে বাঘ গণনা হয়েছিল ২০১৮ সালে। সেইসময়ে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১২২টি। তবে এবার ৩০টি বাঘ বেড়েছে বলে মনে করছে অরণ্যভবন। ২০২২-এ সারা দেশের পাশাপাশি সুন্দরবনেও নতুন করে বাঘ গণনার কাজ হয়েছে। ইতিমধ্যেই জঙ্গলের মধ্যে বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় ওঠা ছবি বিচার বিশ্লেষণ করে বর্তমানে সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে বলেই দাবি করছে বন দফতর। 


চার বছরে এই বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। রাজ্য সরকারও চাইছে সুন্দরবনের আরও কিছু এলাকাকে ‘কোর টাইগার জোন’ হিসেবে চিহ্নিত করতে। গত আড়াই তিন বছরে পর্যটকরা গেলেই সুন্দরবনে মোটামুটি বাঘের দেখা মিলছে। সম্প্রতি একসঙ্গে তিনটি বাঘ ধরা পড়েছিল পর্যটকদের ক্যামেরায়। বাঘের সংখ্যাবৃদ্ধি সুন্দরবনে পর্যটক সংখ্যা বাড়াবে বলেও মনে করা হচ্ছে।