Viral Video: বিগ ক্যাট ফ্যামিলি (Big Cat Family)- র অন্যতম আকর্ষণীয় প্রজাতি হল তুষার চিতা (Snow Leopard)। দেখতেও যেমন রাজকীয় তেমনই তীব্র এদের গতি। ধুরন্ধর শিকারি বললেও কম বলা হয়। এমনিতে তুষার চিতাদের সেভাবে দেখা যায় না। তবে যখনই তুষার চিতার কোনও ভিডিও ভাইরাল (Viral Video) হয়, সেখানে যে সাংঘাতিক কিছু দেখা যাবে তা নিশ্চিত। সম্প্রতি ট্যুইটারে তুষার চিতার শিকারকে ধরাশায়ী করার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখের পলক পড়ছে না নেটিজেনদের। সকলেই একবাক্যে স্বীকার করেছেন সত্যিই এই দৃশ্য অবিশ্বাস্য। চোখে দেখলেও যেন বিশ্বাস হয় না। 


কী এমন দেখা গিয়েছে ওই ভাইরাল ভিডিওতে? দেখে নিন ঠিক কতটা ভয়ঙ্কর ভাবে শিকারকে বাগে এনেছে ওই তুষার চিতা 


 






তুষার চিতারা যে ভয়ঙ্কর শিকারী হয়ে একথা অনেকেরই জানা। কিন্তু এভাবে পাহাড়চূড়া থেকে শিকারকে তাক করে ধাওয়া করে আসা এবং তারপর বেশ অনেকটা ছুটে সেই শিকারকে ধরাশায়ী করা মোটেই মুখের কথা নয়। তবে এই ভাইরাল ভিডিওতে ঠিক সেই দৃশ্যই ধরা পড়েছে। ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান এই ভিডিও রি-শেয়ার করেছেন ট্যুইটারে। সত্যিই এই ভাইরাল ভিডিও দেখে চোখ ফেরানো যাচ্ছে না। তুষার চিতার ক্ষিপ্রতা দেখে হতবাক নেটিজেনরা। শিকারকে বাগে আনার জন্য তুষার চিতারা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। 


ভাইরাল ভিডিওতে সেই ব্যক্তিও নজরে এসেছেন যিনি গোটা মুহূর্তটা ফ্রেমবন্দি করেছেন। নেটিজেনরা তাঁকেও সাধুবাদ জানিয়েছেন। এমন দৃশ্য ক্যামেরায় ধরে রাখা মোটেই সহজ কাজ নয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পাহাড়ের উঁচু থেকে নেমে আসার সময় তীব্র গতিতে একবার একটি খাঁজে বেশ জোড়ে ধাক্কা খেয়েছে তুষার চিতাটি। প্রবল বেগে ছুটছিল সামনের প্রাণীটিও। কিন্তু শেষরক্ষা হয়নি। ঠিক শিকারকে ধরাশায়ী করে ফেলেছে ওই তুষার চিতাটি। জানা গিয়েছে, এই ভিডিও গত ১৩ মার্চের। ইতিমধ্যেই ট্যুইটারে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। 


আরও পড়ুন- চকোলেট ফুচকা! বিস্কুট-কিটক্যাট-আইসক্রিম কী নেই সেখানে, ভাইরাল ভিডিও