প্রকাশ সিনহা, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা  : এবার কলকাতার আকাশে  ড্রোনের দেখা মেলার খবরে চাঞ্চল্য। সূত্র মারফত জানা যায়, কলকাতায় রাতের আকাশে একাধিক ড্রোনকে চক্কর কাটতে দেখা যায়। বেশ কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করে ড্রোনগুলি। খবরটি নিয়ে পুলিশ ও সেনার সঙ্গে কথা বলে এবিপি আনন্দ।   লালবাজার সূত্রে খবর, ২ দিন আগে বন্দর এলাকা এবং ফর্টি টু বিল্ডিংয়ের ওপর আকাশে ড্রোন উড়তে দেখা যায়। ৪টি ড্রোন দেখা গেছিল বলে জানা গেছে। কোনও স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর তথ্য মেলেনি। কোথা থেকে ড্রোন ওড়ানো হয়েছিল এখনও জানা যায়নি। তথ্য খতিয়ে দেখছে পুলিশ।  কোথায় ওড়ে  ড্রোনগুলি              

ড্রোনগুলি কোথা থেকে উড়ে এসেছে, বা কোথায় গিয়েছে তা জানা যায়নি। তবে কোনও সন্দেহজনক কার্যকলাপ, ছবি তোলার মতো ঘটনা জানা যায়নি। কোনও স্পর্শ কাতর এলাকার উপর দিয়ে ড্রোনগুলি ওড়েনি। ২ দিন আগে রাতের বেলা বন্দর এলাকা থেকে কলকাতার সুউচ্চ বহুতল 'ফর্টি টু'-এর কাছ অবধি ড্রোন উড়তি দেখা যায়। পুলিশ খোঁজ খবর নিচ্ছে। প্রয়োজনীয় যোগাযোগগুলি করা হচ্ছে। ড্রোনগুলির উৎস ও ওড়ার কারণ জানার চেষ্টা চলছে।   

সেনা বাহিনীর তরফে কী জানানো হল                

অপারেশন সিন্দুরের সময় থেকেই আকাশে ড্রোনের কার্যকলাপের ওপর বিশেষ নজর রেখেছে সেনা। ভারতীয় সেনার তরফে অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতায় ড্রোন দেখার খবর পাওয়া গেছে এবং বর্তমানে তা তদন্তাধীন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে। ঘটনার সত্যতা জানা গেলে সেই সংক্রান্ত তথ্য সবাইকে অফিসিয়ালি জানানো হবে। এই মুহূর্তে, এই ড্রোন ওড়া নিয়ে বাড়তি জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে সেনা।