ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা। এবং আবার সেই মারিশদায়! ২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার! শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা। দুর্ঘটনাস্থল এবারও পূর্ব মেদিনীপুরের সেই মারিশদা।
কেন , কীভাবে বারবার ফাঁড়ার মুখে পড়ছেন শুভেন্দু?
কীভাবে ঘটে দুর্ঘটনা
পয়লা জুলাই যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) কনভয়ে থাকা CRPF’এর গাড়ি। সূত্রের খবর, সোমবার কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। বিকেল সোয়া ৪টে নাগাদ মারিশদার বেতালিয়ার কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সিআরপিএফ-এর শেষ গাড়িটি, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে।
লরির সামনে ধাক্কা
প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, কনভয়ের শেষে থাকা CRPF-এর গাড়িটি টোটোকে পাশ কাটাতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরির সামনে ধাক্কা মারে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিরোধী দলনেতার কনভয়ে কেন বারবার দুর্ঘটনা? সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কী জানাচ্ছেন
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরান আলি বলেন, ' শুভেন্দুবাবুর গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। তখন তাঁর কনভয়ের একটি গাড়ি টোটোকে সাইড করে বেরিয়ে আসার সময় লরির সামনে ধাক্কা মারে। শুভেন্দুবাবু না দাঁড়িয়ে তাঁর কনভয় নিয়ে বেরিয়ে যান।'
পয়লা জুলাই শুভেন্দু অধিকারীর কনভয়ের সিআরপিএফের গাড়ি মারিশদার যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল, সোমবারের দুর্ঘটনাস্থল সেখান থেকে এক কিলোমিটার দূরে, মারিশদা থানারই অন্তর্গত এলাকা। শুভেন্দু অধিকারীর কনভয়ে প্রথম দুর্ঘটনার ১১ দিনের মধ্যে সোনারপুরের দিক থেকে EM বাইপাস ধরে, এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় কালিকাপুরের কাছে কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে। মারিশদায় দুর্ঘটনাগ্রস্ত সিআরপিএফের গাড়ি ও লরি, দুটোকেই আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার জেরে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে তৈরি হয় যানজট। দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর সিআরপিএফের অন্য একটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। পুলিশের তৎপরতায় সিআরপিএফের গাড়িটিকে বিক্ষোভস্থল থেকে বের করে দেওয়া হয়।