শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস: বিনয় মিশ্রর (Binay Mishra) সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি করায়, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আট মাস আগে ফোনে বিনয়ের সঙ্গে শুভেন্দুর কথা হয় বলে দু'দিন আগে দাবি করেন অভিষেক। তার পাল্টা বিনয় কোথায় আছেন, তা অভিষেকই জানেন বলে দাবি করলেন শুভেন্দু। 


বিনয় মিশ্র কোথায় আছেন, জানেন অভিষেক! দাবি শুভেন্দুর


আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি-র নবান্ন অভিযান রয়েছে। তার আগে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে প্রচারে নেমেছে বিজেপি। রবিবার উলুবেড়িয়ে সেই উপলক্ষে মিছিল এবং সভা করেন শুভেন্দু। সেখানেই অভিষেককে একহাত নেন তিনি।  অভিষেকের অভিযোগ প্রসঙ্গে বলেন, "আমিও এজেন্সিকে বলব, যে বিনয় মিশ্র কোথায় আছে, সেটা ওই ভাইপো জানে বলেই বলেছে।"


আরও পড়ুন: Tapas Roy: ‘আমাকে ধরে রাখা কঠিন’, রাজনীতি ছাড়তে চান তাপস রায়, দলকেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক!


কয়লা পাচার মামলায় দু'দিন আগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। সেখান থেকে বেরিয়েই CBI এবং ED-র খাতায় পলাতক হিসেবে চিহ্নিত বিনয়ের সঙ্গে শুভেন্দুর ফোনে কথা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "আট মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা দ্বীপরাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তর। শুভেন্দু বলেছেন, 'তোমার কেস আমি দেখে নেব।' আদালতে অডিও ক্লিপ জমা দিতে রাজি। পারলে শুভেন্দু আমার বিরুদ্ধে আদালতে মামলা করুক।"


দু'দিন আগেই শুভেন্দুর বিরুদ্ধে বিনয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেন অভিষেক


এর পাল্টাই এ দিন অভিষেকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন, "ভাইপোর সঙ্গে প্রত্যেকদিন কথা হয়। বিকাশ মিশ্র জেলে আছে, প্রত্যেকদিন সন্ধে সাতটায় স্কাইপে ভানুয়াতুতে এবং ভাইপোর সঙ্গে কথা হয়। ওর কাছে কী সব নাকি অডিও আছে! আরে কোন নম্বর থেকে কথা বলতে হবে, আমার নম্বর থেকে কথা বলেছি? আমি যদি আমার নম্বর থেকে কথা না বলে থাকি, তাহলে বুঝতে হবে, সারদাকর্তার চিঠির মতো এটাও জাল।"


এর আগে, শনিবারও ঘাটাল থেকে অভিষেকের বিরুদ্ধে আক্রমণে শান দেন শুভেন্দু। গরু এবং কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে বিনয় মিশ্রের (Binay Mishra)। একাধিক বার তাঁর নাম উঠে এলেও, এখনও পর্যন্ত সিবিআই বা ইডি তাঁর নাগাল পায়নি। এই বিনয় মিশ্রকে নিয়েই এখন অভিষেক এবং শুভেন্দুর মধ্যে দ্বৈরথ শুরু হয়েছে। বিনয় অবশ্য ঢের আগেই দেশ ছেড়েছেন