কলকাতা: সিইএসসি-র বিরুদ্ধে গোপনে বিদ্যুতের মাসুল বৃদ্ধির অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, শহরবাসীকে কিছু না জানিয়েই কলকাতায় বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই এমনটা সম্ভব হয়েছে বলে দাবি শুভেন্দুর। গ্রাহকদের মতামতকে ধর্তব্যের মধ্যে না এনে একচ্ছত্র আধিপত্য চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। 


গ্রাহকদের না জানিয়ে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে CESC, দাবি শুভেন্দুর



আরও পড়ুন: Mamata Banerjee Update: 'সাম্প্রদায়িক ভাষণকে প্রশ্রয় নয়, আমি হলে আমার বিরুদ্ধেও টাফ অ্যাকশন নেবে', পুলিশকে নির্দেশ মমতার


বিদ্যুতের মাসুল নিয়ে এ দিন টুইট করেন শুভেন্দু। তাতে লেখেন, 'নিঃশব্দে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে সিইএসসি। কলকাতার ৩২ লক্ষ গ্রাহককে জানানোর প্রয়োজন মনে করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আশীর্বাদেই এই একচ্ছত্র মনোভাব। যেন ধরেই নিচ্ছে গ্রাহকরা মেনে নেবেন।' 


শুভেন্দুর তোলা অভিযোগ অস্বীকার CESC-র


যদিও শুভেন্দুর অভিযোগ অস্বীকার করেছেন CESC কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, সংস্থার তরফে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়নি। গত পাঁচ বছরে কোনওরকম দাম বাড়ানো হয়নি। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের অনুমতি ছাড়া CESC কোনওরকম দাম বাড়ায় না।


তারা আরও জানিয়েছে যে, এ বারে এমভিসিএ বা মান্থলি ভ্যারিয়েবল কস্ট অ্যাডজাস্টমেন্ট-এর চার্জ এনার্জি চার্জের মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে, যা ইলেকট্রিক বিল দেখলেই বোঝা যাবে। এই পরিবর্তন রেগুলেটরি কমিশনের নির্দেশের পরেই নেওয়া হয়েছে বলে দাবি করেছে সিইএসসি কর্তৃপক্ষ।