কলকাতা: বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আলিপুর আদালতে হাজিরার (Alipore Court) নির্দেশ। ১৯ ডিসেম্বর আলিপুর আদালতে সশরীরে হাজিরার নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়র (Abhishek Banerjee) বাবার করা মানহানি মামলায় হাজিরার নির্দেশ। অভিষেকের বাবার সংস্থার সম্পত্তি নিয়ে মন্তব্য করেন শুভেন্দু। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মানহানির মামলা দায়ের হয় (Defamation Case)। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়র বাবার করা মানহানি মামলায় হাজিরার নির্দেশ


এ বছর জুন মাসে একটি জনসভায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে (Amit Banerjee) কটাক্ষ করেছিলেন শুভেন্দু। দাবি করেন, ‘দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন’ অভিষেকের বাবা। সেই মন্তব্যের পরই শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন অভিষেকের বাবা। আইনজীবী মারফত নোটিসও পাঠান।  তার পরেও কাজ না হওয়ায় মানহানির মামলা দায়ের করেন। তাতেই এ বার শুভেন্দুকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত।


আরও পড়ুন: Judge Abhijit Ganguly: হতে হবে নির্ভীক, অনেক ধেড়ে ইঁদুর বেরোবে, নিয়োগ দুর্নীতির শুনানিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির


২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী শুভেন্দু। তার পর যত সময় এগিয়েছে, ততই তৃণমূলের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে তাঁর। প্রকাশ্য় জনসভায় অহরহ তৃণমূলকে তো বটেই, সরাসরি মমতা এবং অভিষেককে আক্রমণ করতে শোনা যায় শুভেন্দুকে। কালীঘাটও বাদ যায়নি তাঁর নিশানা থেকে।


সম্প্রতি যদিও দুই পক্ষই সৌজন্য দেখান। বিধানসভায় শুভেন্দুকে চা পানে আমন্ত্রণ জানান মমতা। চা পান না করলেও, আমন্ত্রণ গ্রহণ করে মমতার কক্ষে যান শুভেন্দু। শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে সম্মান করেন বলেও জানান মমতা। তার পর শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী আবার অভিষেককে চায়ের আমন্ত্রণ জানান বাড়িতে। 'শান্তিকুঞ্জ'-এ এসে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক চা পান করে যান বলে মন্তব্য করেন তিনি। 


সম্প্রতি দুই তরফে সৌজন্য দেখানো শুরু হয়, তার মধ্যেই মানহানি মামলায় হাজিরার নির্দেশ


কিন্তু সূত্রের খবর, ওই দিনই সৌজন্য বিনিময়ের মধ্যে অধিকারী পরিবারের কাছে অভিষেকের বাবার দায়ের করা মানহানি মামলায় সমন পৌঁছয়। শুভেন্দুর নামে আসা ওই সমন গ্রহণ করে অধিকারী পরিবারের। তাতে ১ ডিসেম্বরই শুভেন্দুকে হাজিরা দিতে বলা হয়েছিল বলে জানা যায়। এ বার সশরীরে তাঁকে আদালতে উপস্থিতি হতে বলা হল।