Electric Scooter: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। এমনিতেও দু'চাকার যানের (Two Wheeler) চাহিদা সর্বত্রই বেশি। আর তা যদি হয় ইলেকট্রিক চালিত, তাহলে তো কথাই নেই। সেই জন্যই ক্রমশ ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা বাড়ছে বিশেষের বিভিন্ন দেশে। একনজরে দেখে নেওয়া যাক ভারতে লঞ্চ হওয়া এবং লঞ্চ হতে চলা বেশ কয়েকটি ইলেকট্রিক স্কুটার এবং বাইকের খুঁটিনাটি।


Ultraviolette F77


২৪ নভেম্বর এই ইলেকট্রিক বাইক লঞ্চ হয়েছে। এই মডেলটি স্ট্যান্ডার্ড, রেকন ও স্পেশাল এডিশন নামে তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বলা হচ্ছে, এটি বিশ্বের দ্রুততম বাইক। একবার চার্জ দিলে এই ইলেকট্রিক বাইক সফর করতে পারবে ৩০৮ কিলোমিটার। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪৭ কিলোমিটার। Ultraviler F77 ইলেকট্রিক বাইকের দাম ৩ লাখ ৮০ হাজার টাকা। এই বাইকের টপ এন্ড মডেলটির দাম ৪ লাখ ৫৫ হাজার টাকা রাখা হয়েছে। এর বিশেষ সংস্করণের গাড়ির দাম ৫.৫ লক্ষ টাকা যা মাত্রা ৭৭টি তৈরি করা হবে বলে জানা গিয়ছে। 


Oben Rorr


এই ইলেকট্রিক বাইক ভারতে কবে ডেলিভারি শুরু হবে তা এখনও জানা য্যানি নিশ্চিত ভাবে। তবে শোনা যাচ্ছে ভারতে লঞ্চ হওয়া এই ই-বাইকের দাম ১ লক্ষ টাকা। বেঙ্গালুরুর একটি সংস্থা এই ইলেকট্রিক বাইক তৈরি করেছে যা একবার চার্জ দিলে ২০০ কিলোমিটার যাবে।


Simple One


আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে এই ইলেকট্রিক বাইক ডেলিভারি শুরুর সম্ভাবনা রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ৩০০ কিলোমিটার। সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের ১২টি শহরে টেস্ট ড্রাইভ করা হবে। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর, দিল্লি, লখনউ এবং ভুবনেশ্বর রয়েছে এই ১২টি শহরের তালিকায়। 


Raptee Electric Motorcycle


এই ইলেকট্রিক বাইকের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এই ই-বাইকের রেঞ্জ ১৫০ কিলোমিটার। ০ থেকে ৮৫ শতাংশ চার্জ হয় মাত্র ৪৫ মিনিটে। আর ০ থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র ৩.৫ সেকেন্ড। 


ওলা ইলেকট্রিক 


ওলা এস১ এবং ওলা এস১ প্রো- এই দুই ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি লঞ্চ হয়েছে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটার। এটি ওলার তৃতীয় ইলেকট্রিক স্কুটার। নতুন বছরে হয়তো নতুন কোনও মডেল লঞ্চ করবে ওলা ইলেকট্রিক। সেক্ষেত্রে ইলেকট্রিক বাইক কিংবা ইলেকট্রিক গাড়িও লঞ্চ হতে পারে। কিংবা লঞ্চ হতে পারে নতুন ইলেকট্রিক স্কুটার। কিন্তু কী মডেল লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। 


আরও পড়ুন- এবার আসছে টাটার 'ব্ল্যাকবার্ড', হুন্ডাই ক্রেটার সঙ্গে হবে 'টক্কর'


Car loan Information:

Calculate Car Loan EMI