কলকাতা: দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, রাজভবনে শুভেন্দু অধিকারী।  রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে রাজভবনে বিরোধী দলনেতা, খবর সূত্রের। বিকেল ৫.৩০ থেকে রাজ্যপালের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী।


রাজ্যের বিরোধী দলনেতা বলেন-



  • 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে'

  • 'তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?'

  • 'প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে'

  • 'ওরা শুরু করেছে, আমরা শেষ করব'


প্রসঙ্গ দিনহাটা


হুমকি-হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ রইল না সংঘাত। এবার মুখোমুখি সংঘর্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ মন্ত্রীর মহাভারতে কুরুক্ষেত্র কোচবিহারের দিনহাটা। হাতে হাতে হকি স্টিক, বাঁশ, লাঠি, ঢিল পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের গাড়িতে।


পাল্টা ভাঙচুর চলল তৃণমূলের পার্টি অফিসে এমনকি গুলি চালানোর অভিযোগ পর্যন্ত তুলল দু-পক্ষ। শনিবার দিনহাটার বুড়িরহাটে, আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আগে থেকেই এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল। প্রায় ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ঢুকতেই, মিছিল আটকে দেয় পুলিশ।


আরও পড়ুন, রণক্ষেত্র দিনহাটা, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে', হুমকি উদয়নের


দলীয় কর্মীর সঙ্গে দেখা করে দিনহাটার দিকে রওনা দেন নিশীথ প্রামাণিক। কিন্তু, বাসন্তীরহাট পেরনোর পরে, গাড়ি ঘুরিয়ে ফের বুড়িরহাটে ফিরে আসেন তিনি। ঠিক কনভয়ের মুখোমুখি চলে আসে তৃণমূলের মিছিল। ঝাণ্ডা আর ডান্ডা হাতে সেদিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যেই ইটবৃষ্টি শুরু হয়। ভেঙে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির কাচ। 


কিছুক্ষণের মধ্যেই বুড়িরহাটে পৌঁছে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। জেলার পুলিশ আধিকারিকদের সামনে পাল্টা গুলি চালানোর অভিযোগ করেন তিনি। সংঘর্ষের ঘটনায় আহত হন তৃণমূলের বেশ কয়েকজন। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।                     


এই ঘটনা প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, 'তৃণমূলের যারা দুষ্কৃতী, তারা যখন হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু, পুলিশ তাদেরকে সেফ গার্ড দিচ্ছিল এবং পুলিশ তাদেরকে সহযোগিতা করছিল। যাতে তারা সুষ্ঠুভাবে আমাদের ওপর আক্রমণ করতে পারে, যাতে আমাদের জীবন সংশয় ঘটাতে পারে, সেব্য়াপারে কিন্তু সম্পূর্ণভাবে পুলিশ মদত দিচ্ছিল।' অন্যদিকে, তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, 'নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে...গাড়িতে অ্যান্টিসোশাল ছিল...দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ!'