রানাঘাট, নদিয়া:  রানাঘাটের সভা থেকে ফের তৃণমূলকে তোপ দাগলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরি থেকে দুর্নীতি নানা ইস্যুতে শাসক দলকে নিশানা শুভেন্দুর। 


শুভেন্দুর তোপ:
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'চোরগুলো বাংলার বেকারদের বঞ্চিত করে চাকরি চুরি করেছে'। তাঁর হুঁশিয়ারি, '৯৫২ জনের চাকরি গিয়েছে, সবে তো শুরু। ৫৮ হাজার চাকরি জালিয়াতি হয়েছে, নদিয়ার বিধায়ক এখন জেলে।' যাঁদের চাকরি যাবে তাঁদের নিয়ে মিছিলের কথাও বলেছেন শুভেন্দু। তিনি বলেন, 'আগামী কিছুদিনের মধ্যেই সংখ্যাটা ২০-২৫ হাজারে পৌঁছবে। যাঁদের চাকরি যাবে, তাঁদের নিয়ে মিছিল করে যাব কালীঘাটে।' ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গও উঠে আসে শুভেন্দুর বক্তব্যে। তিনি বলেন, 'ভোট লুঠ করে ২০১৮-য় পঞ্চায়েত ভোটে জিতেছে তৃণমূল। ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ লক্ষের বেশি ভুয়ো ভোটার কার্ড বেরিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সংখ্যাটা ১০ লক্ষ পেরিয়ে যাবে।'


আবাস যোজনা নিয়েও তোপ: 
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা বলে চালানোর চেষ্টা করেছিল। ধরা পড়েছে চোর, বড় ডাকাত ধরতে হবে। পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর। পঞ্চায়েতে বিজেপিকে জেতান, যোগ্যদের অবশ্যই আবাস যোজনায় ঘর দেওয়া হবে।'


আরও একাধিক ইস্যুতে তোপ:
শুভেন্দুর অভিযোগ, 'ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার উঠে যাবে। নদিয়ার নাম বদল হলে বিজেপি ছাড়বে না। কয়েকদিন আগে একজন রানাঘাটে এসে বলেছিলেন, তিনি কিছু খান না। তিনি অন্য কিছু খান না, দুর্নীতির টাকা খান।' নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দুর।


তুলেছেন নন্দীগ্রামের ভোটের প্রসঙ্গও:
নন্দীগ্রামে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। যদিও তা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের। এদিন শুভেন্দু বলেন, 'দল দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আরেকটা দায়িত্ব পালন করব, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব।'


এদিনই শুভেন্দুর এলাকায় সমবায় সমিতির নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয়েছে বিজেপি। নন্দীগ্রামে একটি সমবায় সমিতির ভোটে সবকটি আসনেই জয় পেল তৃণমূল। তৃণমূলের দখলে এল নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি। ওই সমবায় সমিতির ১২টি আসনই তৃণমূলের দখলে গেল। শুভেন্দুর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ভেটুরিয়া সমবায় সমিতিতে একটিও আসন পেল না বিজেপি। নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন।


আরও পড়ুন: 'মিথ্যাচার করছেন শুভেন্দু', নন্দীগ্রামকাণ্ডে পাল্টা কুণাল