পশ্চিম মেদিনীপুর: রাম নবমীর মিছিল ঘিরে অশান্ত হাওড়ার পর হুগলির রিষড়া। এদিকে ওই মিছিলে ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ইতিমধ্যেই এই ঘটনার পর তৃণমূলের সরকারকে নিশানা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। এদিন সভা থেকে হাওড়া-রিষড়াকাণ্ড টেনে এবার তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে অশান্তির এই পরিবেশেও মাঝে শুধু শাসকদল নয়, শুভেন্দুর আক্রমণের মুখে পড়ল বামেরাও। ঘুরে ফিরে এল সেই দীর্ঘ সময় ধরে চলা রাজ্যের অন্যতম দুর্নীতির ইস্যু। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। শুভেন্দু এদিন বলেন, 'বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায় চাকরি বিক্রি হয়েছে।' 


প্রসঙ্গত, তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্য়ে তোপ দাগাদাগি হলেও, নিয়োগ দুর্নীতি ইস্যুতে বারবার উঠে এসেছে তৎকালীন বামফ্রন্ট সরকারের কথা। সদ্য বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছেন প্রাক্তন সিপিএম নেতা সমীর পুততুন্ড। সম্প্রতি এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর বাবার কাছে এমন অনেক সুপারিশ আসত বলে মন্তব্য করেন। তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও (Tapas Chatterjee) বাম আমলে চিরকুটে চাকরি হওয়ার অভিযোগ তুলেছিলেন। এবার ফের অভিযোগ তুললেন শুভেন্দুও। তবে একযোগে রাজ্যের বিরোধী দল নেতার  তোপের মুখে এবার বামফ্রন্ট ও তৃণমূল।


শিক্ষা থেকে কয়লা, গরু পাচার-দুর্নীতির অভিযোগে শুভেন্দুর নিশানায় এদিন তৃণমূল। 'নো ভোট টু মমতা' লেখা জামা পরে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে লেন,'সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়। বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায় চাকরি বিক্রি হয়েছে। সংখ্যালঘুরা ধাপ্পাবাজি ধরে ফেলেছে।ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাঁচবে না বাংলা। ১০০দিনের প্রকল্পের টাকাও চুরি করেছে তৃণমূল সরকার', চন্দ্রকোণায় দাবি বিরোধী দলনেতার।


আরও পড়ুন, 'লোকসভা ভোটের আগে মোদিকে বদনাম করার চেষ্টা', রিষড়াকাণ্ডের পর মন্তব্য দিলীপের


পাশাপাশি,  হাওড়া-রিষড়াকাণ্ডের প্রসঙ্গ টেনেও এদিন আক্রমণ করেন তিনি।'রেড রোডের ধর্না থেকেই অশান্তিতে উস্কানি তৃণমূলনেত্রীর', বলে 'একসঙ্গে পঞ্চায়েত ভোট ভাল করে করতে হবে',হুঁশিয়ারি শুভেন্দুর। যদিও এদিন পাল্টা তোপ দেগেছেন মমতাও। রিষড়ায় অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে। ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি, কোনও সমস্যা যেন না করতে পারে কেউ'।