কলকাতা : আজ রাজ্যজুড়ে মহিলাদের রাতজাগা, রাজপথ দখল। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক। অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। এই আবহে RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। শুধু তা-ই নয়, সুর চড়িয়ে শুভেন্দু বলেন, 'মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই। আজ অন্তত কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে আজ পথে নামছেন সাধারণ মানুষ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন, ততদিন লড়াই চলবে', বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, 'এই মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই । আজ কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবসের নিশ্চয়ই তারিখ পরিবর্তন করা যায় না, যেহেতু রাজ্য সরকার কন্যাশ্রী চালুর পরে প্রত্যেক বছরই করে। কিন্তু, আজ আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। তা বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি ৩ হাজার জনের একটা উৎসব করছেন। সকালে মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন-বিরিয়ানি খাওয়ানো হবে আজ উৎসবে। রাজ্য সরকারের অর্থে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকেন-বিরিয়ানি। ভাবুন, কোন রাজ্যে আমরা বসবাস করছি। এই লজ্জা রাখার জায়গায় নেই। একদিকে গোটা বাংলা-বাঙালি কাঁদছে, ভারত শামিল। মহিলা আতঙ্কিত। আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য। Shame ! মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি একটাই, আমরা মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীর ইস্তফা চাই।'
এদিকে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। RG কর হাসপাতালে সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া শুরু হয়নি। চিকিৎসককে দেখানো যাবে, নাকি ফিরে যেতে হবে, তা নিয়ে দোলাচলে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।