ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : গুলি গুনে প্যাকেটে ভরছেন নানুরের তৃণমূল কর্মী। বাইকের পাশে দাঁড় করানো রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। দুয়ারে কার্তুজ প্রকল্প বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
আরও পড়ুন, আজ কলকাতায় পুজো উদ্বোধন করবেন অমিত শাহ, কখন কোথায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ? রইল সূচি
বাইকে বসে, গুনে গুনে গুলি প্যাকেটে ভরছেন তৃণমূল কর্মী। একটি...দুটি...বা তিনটি নয়, কুড়িটি গুলি..পাশে দাঁড় করানো রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। বগটুই হত্যাকাণ্ডের পর যে বীরভূমে গিয়ে পুলিশকে এক সপ্তাহের মধ্য়ে, বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী, এটা সেই বীরভূমেরই ছবি! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে, এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে।
সেই বীরভূমের নানুরে তৃণমূল কর্মীর গুনে গুনে, গুলি বুঝে নেওয়ার এই ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে কার্তুজ প্রকল্প চালু হয়েছে। তৃণমূলের দোলন শেখ, একজন কুখ্যাত বালি মাফিয়া, বোলপুরের তৃণমূলের চোখের মণি দোলন শেখকে নানুরে প্রকাশ্যে গুলি সরবরাহ বা বিলি করতে দেখা গেছে।
এটা নির্বাচনের আগে, ভোটারদের ভয় দেখানোর জন্য গুন্ডাদের অস্ত্র দেওয়ার একটি ভয়াবহ চক্রান্তের চেয়ে কম কিছু নয়। ভাইরাল ভিডিওয় যাঁকে গুলি গুনতে দেখা যাচ্ছে, তিনি বোলপুরের সক্রিয় তৃণমূল কর্মী দোলন শেখ। মাস দেড়েক আগে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল নানুরের শিমুলিয়া গ্রাম। সেই গ্রামেরই বাসিন্দা দোলন। তাঁর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। পুলিশ সূত্রে দাবি, পুরনো একটি মামলায় দোলন শেখ আগে থেকেই পলাতক রয়েছেন। এই ভাইরাল ভিডিও কবেকার, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
তৃণমূলের দোলন শেখ, একজন কুখ্যাত বালি মাফিয়া, বোলপুরের তৃণমূলের চোখের মণি দোলন শেখকে নানুরে প্রকাশ্যে গুলি সরবরাহ বা বিলি করতে দেখা গেছে। এটা নির্বাচনের আগে, ভোটারদের ভয় দেখানোর জন্য গুন্ডাদের অস্ত্র দেওয়ার একটি ভয়াবহ চক্রান্তের চেয়ে কম কিছু নয়। ভাইরাল ভিডিওয় যাঁকে গুলি গুনতে দেখা যাচ্ছে, তিনি বোলপুরের সক্রিয় তৃণমূল কর্মী দোলন শেখ। মাস দেড়েক আগে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল নানুরের শিমুলিয়া গ্রাম। সেই গ্রামেরই বাসিন্দা দোলন। তাঁর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। পুলিশ সূত্রে দাবি, পুরনো একটি মামলায় দোলন শেখ আগে থেকেই পলাতক রয়েছেন।এই ভাইরাল ভিডিও কবেকার, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।