তুহিন চক্রবর্তী, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিক, বাঁকুড়া : ফের বাঁকুড়ার কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভা (Suvendu Adhikari Rally) ঘিরে জট। ১ নভেম্বরের পর আজও শুভেন্দু সভাতেও অনুমতি দেয়নি পুলিশ বলে দাবি বিজেপির। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে প্রতিক্রিয়া মেলেনি। সভার অনুমতি বিতর্কে হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার । গন্ডগোল পাকানোর চেষ্টা বলে শুভেনদু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।


কিছুদিন আগেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন বাঁকুড়ার (Bankura) কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের আবহেই বাঁকুড়ার কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়ার অভিযোগে ফের শুরু হল হইচই। বিষয়টি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।


গত ১ নভেম্বর, বাঁকুড়ার কোতুলপুরে সভা করার কথা ছিল বিরোধী দলনেতার। কিন্তু পুলিশের (Police) অনুমতি মেলেনি। হাইকোর্টও সভার অনুমতি দেয়নি। তাই বাঁকুড়ায় গিয়েও, শেষপর্যন্ত সভাস্থলে যাননি শুভেন্দু অধিকারী। তবে সেদিন তিনি পরবর্তী কর্মসূচির দিন ঠিক করেছিলেন ১৭ নভেম্বর। বিজেপির দাবি সেই মতো ৩ নভেম্বরই কোতুলপুর থানায় আবেদন জানানো হয়েছিল।


কিন্তু বৃহস্পতিবার বিকেলে মহকুমাশাসকের কাছে অনুমতি চাইতে গেলেও খালি হাতেই ফিরতে হয় বলে দাবি করেছে গেরুয়া শিবিরের। এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে ফের হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমাদের মণ্ডল সভাপতি কলকাতায় আসছেন। হাইকোর্টে কালকে আমরা মামলা ফাইল করব। হাইকোর্টে হস্তক্ষেপ চাইব। হাইকোর্ট যে তারিখ ঠিক করে দেব। সেই তারিখে কোতলপুরে মিটিং হবে। সভা হবে। বৈভব তিওয়ারি জেনে রাখুন লোকসভা ভোটে ওকে গ্য়ারেজ কী করে করতে হয় শুভেন্দু অধিকারী করে দেখাবে।'                                                                                                                                   


আরও পড়ুন- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, ল্যান্ডফল কখন ? কী প্রভাব পড়বে বাংলায় ?