রুমা পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসে (Post Poll Violence 2024) ঘরছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু অধিকারী (suvendu adhikari raj bhavan march)। রাজভবনের সামনে টানটান নাটক। ২০০ জনকে প্রবেশের অনুমতি রাজভবনের, ব্যারিকেডেই আটকে দিল পুলিশ।


বিশদ... 
১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে রাজভবনের বাইরে আটকে দিল পুলিশ। শুভেন্দুর তীব্র আক্রমণ, 'রাজ্যপালের লিখিত অনুমতি সত্ত্বেও ঢুকতে দিল না পুলিশ। জরুরি অবস্থার সময়ও এমন হয়নি।' ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। হাইকোর্টে মামলারও হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দুর কথায়, 'রাজভবনের বাইরের রাস্তা, যেহেতু পুলিশের দায়িত্বে...যা করেছে, অত্যন্ত অন্যায় করেছে। রাজ্যপালের ওএসডি আমাকে যা জানিয়েছেন, তাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।' নন্দীগ্রামের বিধায়কের দাবি, এখানে ১৪৪ ধারার নাম করে আটকানো যায় না। কারণ তাঁরা মিছিল করে যাননি। শুভেন্দুর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, একটি ডেপুটেশন ভিতরে জমা দিলে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা জোরাল হত, আপনার পুলিশ আমাদের বাধা দিয়ে যা করল, স্বাধীনতার পরে ...এই লড়াই আরও তীব্র হবে।' 
এদিন ডেকার্স লেনের কাছেই নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। ব্যারিকেডের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যান তিনি। তবে, যাওয়ার আগে হুঁশিয়ারি, ঘরছাড়াদের জন্য ফের আদালতের দ্বারস্থ হবেন। সঙ্গে এও জানান, চাইলে ব্যারিকেড সরিয়ে বা ভেঙেও রাজভবনে ঢুকতে পারতেন। কিন্তু আইন ভাঙেননি তিনি। এবার সেই আইনি পথেই রাজভবনে আসবেন, জানান বিরোধী দলনেতা। তাঁর আরও দাবি, রাজ্যপাল রাজ্যের কাছেও জানতে চাইবেন, কেন তাঁকে ঢুকতে দেওয়া হল না। ভোট-পরবর্তী হিংসা নিয়েও রিপোর্ট চাইবেন রাজ্যপাল, এমনও জানান শুভেন্দু। 


রাস্তায় ধর্না...
রাজভবনে প্রবেশ করতে না পেরে বাইরেই বসে পড়েন ঘরছাড়ারা। তাঁদের সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, অভিজিৎ দাস ববি। ঘরছাড়াদের সঙ্গে নিয়ে তিনিও বসে পড়েন। সামনে তখনও, রাজভবনের নর্থ গেটের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী জানালেন, রাজভবনে আসতে গিয়ে এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি। তাঁর কথায়, 'গত কাল শুভেন্দুদা আমাদের বলেছিলেন, বিভিন্ন জেলায় যাঁরা অত্যাচারিত, তাঁদের নিয়ে আজ রাজভবনে সাক্ষাতের সময় নিয়েছেন। অথচ আসতেই আমাদের গাড়িগুলিকে আটকে দিচ্ছিল...যাই হোক...গাড়িগুলিকে ছাড়া হয়। কিন্তু এখানে এসে দেখি, চারিদিকে ব্যারিকেড করা রয়েছে। এবং ওই দিকে শুভেন্দুদাকেও আটকে রাখা হয়েছে।'