সুপ্রিম কোর্টের কাছে ভুল স্বীকার করে নিয়েছে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গ্রেস নম্বর দেওয়ার ক্ষেত্রে সংস্থার গাফিলতি (NEET UG Scam) ছিল বলে জানিয়েছে কেন্দ্রের এই পরীক্ষা নিয়ামক সংস্থা। আর তার ভিত্তিতে সমস্ত গ্রেস নম্বর বাতিল করা হবে বলেও জানিয়েছে। যে ১৫৬৩ জন পরীক্ষার্থী এই গ্রেস নম্বর পেয়েছে, তাদের সকলকে আবার পরীক্ষা দিতে হবে ২৩ জুন। কেউ পরীক্ষা দিতে না চাইলে গ্রেস মার্কস বাদ দিয়ে মোট নম্বর যা হচ্ছে, সেই নম্বরই মেনে নিতে হবে। আপাতত (NEET UG 2024) এমনটাই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।


প্রশ্নপত্র ফাঁসের সময়েই উঠছিল প্রশ্ন


নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সময়েই পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই ব্যাপারটিকে সেভাবে আমল দেয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর পর নিটের শীর্ষ স্থানাধিকারীদের (NEET UG) নম্বর দেখেও অনেকে আশ্চর্য হন। প্রথম স্থানাধিকারীদের সংখ্যা ছিল ৬৭ যা হয়নি কোনওবারে। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীরা ৭১৯,৭১৮ করে নম্বর পেয়েছিলেন। যা আদতে অসম্ভব। কেন অসম্ভব একটু বিশদে বুঝিয়ে বলা যাক। নিট পরীক্ষায় ঠিক উত্তরের জন্য ৪ নম্বর দেওয়া হয় ও একটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। একজন সব প্রশ্নের ঠিক উত্তর দিলে তিনি ৭২০ পেতে পারেন। কিন্তু মাত্র একটা প্রশ্নের ভুল উত্তর দিলে তার মোট নম্বর এমনিতে হয় ৭১৬। পরে এক নম্বর কাটলে তা হয় ৭১৫। তাই ৭১৯,৭১৮ কেউই পেতে পারেন না।


গ্রেস নম্বর দেওয়ার কারণ


কিছু সেন্টারে পরীক্ষা শুরু হতে দেরি হয়েছিল। তাই সেই সব পরীক্ষার্থীদের গ্রেস নম্বর দেওয়া হয়। এবার সেটাই বাতিল করা হবে।


নিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন


নিটের এই নম্বর নিয়ে পিটিশন (NEET UG 2024 Controversy) করতেই গোটা বিষয়টি প্রকাশ্যে এল। ফিজিক্সওয়ালার সিইও তথা এই মামলার পিটিশনার অলখ পান্ডে বলেন,  নিটের এই ঘটনা পিটিশন ফাইল না করলে সামনে আসত না। অলখের কথায়, এমনটা হতেই পারে যে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এমন করে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রসঙ্গত, জয়েন্ট, নেটের পরীক্ষাও এনটিএ নেয়। ফলে তাতেও এমন দুর্নীতি হয়েছে কি না তা তদন্তসাপেক্ষ। তেমন হয়ে থাকলে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই।


আরও পড়ুন - NEET UG 2024: ফের দিতে হবে নিট, ১৫৬৩ পরীক্ষার্থীর গ্রেস নম্বর বাতিল


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI